সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

রুপালি গিটারবাদকের জন্মদিন আজ

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০৪:০৮ পিএম

জনপ্রিয় বাংলা ব্যান্ড এলআরবির প্রতিষ্ঠাতা, সঙ্গীতশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। তিনি ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। 

আইয়ুব বাচ্চুর শৈশব কাটে চট্টগ্রামেই। কৈশোরের চঞ্চল সময় থেকেই পাশ্চাত্য রক ধাঁচের গানের প্রতি আকৃষ্ট হন। একসময় গড়ে তোলেন নিজের ব্যান্ড 'গোল্ডেন বয়েজ'। পরে এর নাম পাল্টে রাখেন 'আগলি বয়েজ'। বিয়েবাড়ি, জন্মদিন আর ছোটখাটো নানা অনুষ্ঠানে গান করতো তাদের এই ব্যান্ড। 

তবে একসময় গিয়ে এই ব্যান্ডের সদস্যরা একেক দিকে ছড়িয়ে পড়েন। সত্তরের দশকের শেষ দিকে কাজ করেন 'ফিলিংস' ব্যান্ডের সাথে, যা এখন ভক্তদের কাছে 'নগর বাউল' নামে পরিচিত। 

এরপর আশির দশকের শুরুতে আইয়ুব বাচ্চু যোগ দেন 'সোলস' ব্যান্ডে। এখানে ১৯৮৯ সাল পর্যন্ত দর্শক শ্রোতাদের উপহার দেন ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘এই মুখরিত জীবন’ এর মতো অসংখ্য গান, যা আজও ভক্তদের মনে দোলা দিয়ে যায়।

image

সোলস ব্যান্ডের সাথে আইয়ুব বাচ্চু

১৯৮৯ পর্যন্ত আইয়ুব বাচ্চু সোলসের লিড গিটারিস্টের দায়িত্ব পালন করেন। এ সময় পর্যন্ত একের পর এক জনপ্রিয় অ্যালবাম উপহার দেন শ্রোতাদের। 

সোলসে থাকার সময়ই আইয়ুব বাচ্চু একক কিছু অ্যালবামও বের করেন। তার প্রথম দুটি একক অ্যালবামের নাম রক্ত গোলাপ (১৯৮৬) এবং ময়না (১৯৮৮)। 

নব্বইয়ের দশকের শেষ দিকে তিনি সোলস থেকে বের হয়ে এলআরবি গঠন করেন। তবে, এলআরবির নামের পেছনে ছোট্ট একটু ইতিহাস আছে। প্রথমে এর নাম রাখা হয়েছিলো 'ইয়েলো রিভার ব্যান্ড'। ব্যান্ড নিয়ে ভারতে ট্যুর করতে গেলে অনুষ্ঠানের উপস্থাপক তাদের ভুল করে 'লিটল রিভার ব্যান্ড' নামে পরিচিত করান। 

image

চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আইয়ুব বাচ্চু স্মরণে 'রুপালি গিটার' ভাস্কর্য 

এই ভুল নামটিই পছন্দ হয়ে গেলে ব্যান্ডের নতুন নাম হয় এলআরবি। যদিও পরে এলআরবির অর্থ পাল্টে রাখা হয় 'লাভ রানস ব্লাইন্ড'। ২০১৮ সালে মৃত্যুর আগে পর্যন্ত এই এলআরবির সাথেই ছিলেন আইয়ুব বাচ্চু। গানপাগল এই মানুষটি জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত সুরের সাথেই ছিলেন।

২০১৮ সালের ১৬ অক্টোবর রংপুর জিলা স্কুলে ‘শেকড়ের সন্ধানে’ নামে এক কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর দুইদিন পর বাসা থেকে হাসপাতালে নেয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার সম্মানে জন্মস্থান চট্টগ্রামে ২০১৯ সালে 'রুপালি গিটার' নামে একটি ভাস্কর্য স্থাপন করা হয়। 



একাত্তর/এসজে 

ঈদে মুক্তির দৌড়ে যুক্ত হয়েছে আরও একটি সিনেমা ‘চক্কর ৩০২’। নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনের প্রথম চলচ্চিত্র এটি। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোশাররফ করিমকে। এছাড়াও রয়েছেন তারিন...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছে আদালত।
জমকালো আয়োজনে সোমবার রাতে  ভারতের জয়পুরে বসেছিল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসের ২৫তম আসর। অনুষ্ঠানে সিনেমাসহ একাধিক বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এই আসরে সেরা...
মাগুরায় বোনের বাড়িতে শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল পুরো দেশ। শুধুমাত্র আট বছরের এই শিশু নয়, বিভিন্ন বয়সের নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। বাদ যাচ্ছে না কেউই।
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত