মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন শুনানি হবার কথা রয়েছে আজ। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এই শুনানি হবে।
গেল ২২ আগস্ট পরীমনির জামিন চেয়ে আবেদন করা হয়। ওইদিন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ঠিক করেন। পরীমনির আইনজীবী এ বিষয় নিয়ে উচ্চ আদালতে যান।
পরে আদালতের নির্দেশে বিচারক পরীমনির জামিন শুনানির জন্য আজকের দিন ঠিক করেন। গত ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে আটক করে রেব।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এরিমধ্যে তাকে তিন দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।