‘স্টার ট্রেক’ এবং ‘ক্যাপ্টেন মার্ভেল’ ছবিতে অভিনয় করা কেনেথ মিচেল মারা গেছেন।
এনবিসি নিউজ জানিয়েছে, স্নায়ুজনিত রোগে ভুগে ৪৯ বছর বয়সী এই অভিনেতা শনিবার মারা গেছেন।
ইনস্টাগ্রামে এক বিবৃতিতে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যামিওট্রফিক ল্যাটারাল স্কলেরোসিস নামে এক মারাত্মক ধরনের নিউরন রোগে মারা যান এই তারকা। এই রোগটি নিউরোজেনারেটিভ রোগ, যা মস্তিষ্ক এবং মেরুদণ্ডের স্নায়ু কোষকে ধ্বংস করে দেয়। মিশেল এই রোগে সাড়ে পাঁচ বছর ধরে ভুগছিলেন।
১৯৭৪ সালে কানাডার টরন্টোতে জন্ম নেয়া এই অভিনয় শিল্পী স্টার ট্রেক: ডিসকভারি , ক্লিংনস কোল, কোল-শা এবং তেনাভিক এবং সেইসাথে অরেলিও চরিত্র এবং ‘ক্যাপ্টেন’-এ জোসেফ ড্যানভার্সের চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেছিলেন।
‘স্টার ট্রেক’ সিনেমা কলাকুশলীরা রোববার ওয়েবসাইটে মিচেলের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।