সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
 

আবারও লাগামহীন পেঁয়াজের বাজার

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১১:৫১ এএম

আবারও লাগামহীন পেঁয়াজের বাজার। রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ বাজারেই বেড়েছে পেঁয়াজের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ভারতীয় পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় দাম বৃদ্ধির এ ঘটনা ঘটেছে বলছেন ব্যবসায়ীরা। অনেকেই আবার দুষছেন অসাধু ব্যবসায়ীদের।    

বাজার পরিস্থিতি নিয়ে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বৃহস্পতিবারের (৭ অক্টোবর) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এক মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম (খুচরা মূল্য) প্রায় ৫৮ শতাংশ বেড়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) একাত্তর সংবাদদাতাদের পাঠানো তথ্যের ভিত্তিতে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ২০ থেকে ৪০ টাকা বেড়ে দেশের অধিকাংশ খুচরা বাজারে প্রতি কেজি দেশী পেয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।   

রাজধানী ঢাকার পাশাপাশি সাভারে পেঁয়াজের দাম এক সপ্তাহে বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। এক্ষেত্রে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিস থেকে কোনো মনিটরিং করা হচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। 

রাজশাহীতে মাত্র পাঁচ দিনের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। দাম বাড়ার কারণ হিসেবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি আপাতত বন্ধ থাকায় বাজারে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে মজুতকারীরা। এজন্য দাম অনেকটা বেড়েছে।

সিলেটের বাজারেও চরা দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। পাশাপাশি বেড়েছে মশুর ডাল, আটা, তেল ও চিনির দাম। ৭০ টাকার মশুর ডাল বিক্রি হচ্ছে ৯০ টাকায়, ১৩০ টাকার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়, ৭০ টাকার চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। এছাড়া খুচরা বাজারে বেশকয়েকটি সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা করে। মূল্য বৃদ্ধির ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি বিক্রেতারা। 

আরও পড়ুন: বাহরাইন যেতে আর বাধা রইলো না বাংলাদেশিদের

চট্টগ্রামের খুচরা বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের কেজি প্রতি দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।  

ফরিদপুরে পেঁয়াজের মূল্য কিছুটা অপরিবর্তিত রয়েছে। শুক্রবারও পাইকারী বাজার প্রকার ভেদে ৫৫ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে প্রতি কেজি ৬০ থেকে ৬৫ বা ৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেকটাই বেশি।

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে দেশে ৩৩ লাখ ৬২ হাজার চারশ টন পেঁয়াজ উৎপাদন হয়। যা বার্ষিক চাহিদার চেয়েও ১০ লাখ টন বেশি। আবার সারাবছর ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানিও হচ্ছে।

 

একাত্তর/আরবিএস 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে পাস হলো ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট। অপ্রদর্শিত অর্থ বৈধ করার বিষয় বাতিল বলা হলেও অতিরিক্ত দশ শতাংশ কর প্রদান করলে প্রশ্ন তোলা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড....
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
তেমন কোনো পরিবর্তন ছাড়াই আগামী অর্থ-বছরের জন্য ঘোষিত সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।  
প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে যেহেতু এতো আলোচনা-সমালোচনা হলো, তাহলে এটা তুলে দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। 
এবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞলের দেশ কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে...
পঙ্কিল রাজনীতি বিশ্ববিদ্যালয় চত্বরে না আনার আহবান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, আমার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। কিন্তু সে রাজনৈতিক বিশ্বাস, বিশ্বাসের...
সুনামগঞ্জে একদল অবৈধ অস্ত্রধারীর সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ করেছে পুলিশ। তবে কাদের গুলিতে ওই ব্যক্তি মারা গেছেন তা জানাতে পারেনি পুলিশ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ তিন জন কেন্দ্রীয় নেতা সম্প্রতি জামায়াত–ই–ইসলামী পাকিস্তানের ছাত্রসংগঠন ইসলামী জমিয়ত–ই–তালাবা পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত