সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

দর্শনার্থী কম থাকায় প্রাণ ফেরেনি বাণিজ্য মেলায়

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৯:২৩ পিএম

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তা দিতে রাজধানীর উপকূলে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার দ্বিতীয় দিনে পূর্ণাঙ্গ রূপ পায়নি এই আয়োজন।

এখনও শেষ হয়নি স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ। পণ্য ও স্টলের সাজসজ্জা নিয়েই ব্যস্ত সময় পার করছেন অংশগ্রহণকারীরা।

এবারের মেলায় ১১টি দেশের ২২৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তবে স্থায়ী ঠিকানায় চলে আসা বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীর সাড়া বেশ কম।

করোনার কারণে এক বছর বিরতি দিয়ে আবারো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর বসেছে। এবার শেরেবাংলা নগরের ঠিকানা ছেড়ে পূর্বাচলে।

সেখানকার বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে মেলা আয়োজন করা হয়েছে। যাকে বাণিজ্য মেলার স্থায়ী ঠিকানা বলছে সরকার।

শনিবার (১ জানুয়ারি) থেকে শুরু হওয়া মেলার দ্বিতীয় দিনে ক্রেতা-দর্শনার্থীদের সংখ্যা ছিল হাতে গোণা। তারা বলছেন, রাজধানী থেকে দূরে আর যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় মানুষের আগ্রহ কম।

দর্শনার্থী কম থাকার কারণে মেলায় এখনও প্রাণ আসেনি। কিছুটা সন্দিহান হলেও শেষ পর্যন্ত মেলা জমে উঠবে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।

এদিকে, মেলার দ্বিতীয় দিনেও বেশ কিছু স্টল ও প্যাভিলিয়নের নির্মাণ কাজ চলছে। সংশ্লিষ্টরা বলছেন, এক্সিবিশন সেন্টারে তাদের জন্য বরাদ্দ করা স্টল এবং প্যাভিলিয়নের আয়তন কম।

তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সব পণ্য প্রদর্শন করা যাচ্ছে না। তাই ভেতরের সাজসজ্জা শেষ করতে একটু বেশি সময় লাগছে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যা বলেছে বাংলাদেশ

তারা জানান, দূরত্বের কারণে মেলার শুরু থেকে দর্শনার্থী কিছুটা কম হতে পারে। তবে সময় গেলে মেলা জমে উঠবে বলে ধারণা তাদের।

ব্যবসায়ীরা বলছেন, শেরে বাংলা নগরের মতো প্রথম থেকেই উপচে পড়া ভিড় নেই। তবে রূপগঞ্জ ও আশপাশের আলাদা একটা দর্শনার্থী শ্রেণি আসছেন।

একাত্তর/আরএ

নতুন বছরের প্রথম দিন থেকেই পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর।
রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় সবজি ও ডিমের দাম কিছুটা কমেছে, তবে তেল, মাছ, ও মুরগির দাম এখনও ঊর্ধ্বমুখী।
২০২৫ সালের বাণিজ্যমেলা জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বন্যার প্রভাবে রাজধানীর বাজারে কমেনি মাছ, মুরগি ও সবজির দাম। ইলিশের দাম আরও বেড়েছে। পাইকারিতে দাম সামান্য কমলেও খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে চাল ও পেঁয়াজ। 
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সি। ডুবে গেছে রাস্তাঘাট। বাদ পড়েনি মেট্রো স্টেশন, পেট্রল পাম্পও। বাতিল করা হয়েছে বহু বিমান।
রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বেজায় চটেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ঘনিষ্ঠ তিন সূত্র জানিয়েছে, ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার...
দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের আগেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিনি একদিনের মধ্যে থামিয়ে দিতে পারেন।
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত