আগে প্রতি লিটারের দাম ছিলো ৪৬ টাকা। এখন অভ্যন্তরীণ রুটের জন্য বিমান পরিচালনা কোম্পানিকে দিতে হবে লিটারে ৬০ টাকা।
তবে আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম পড়বে লিটার ৪৬ টাকা ১৭ পয়সা। অক্টোবরে সেটি ছিলো ৩৩ টাকা ৫৮ পয়সা। সম্প্রতি জেট ফুয়েলের দাম বাড়ার বিষয়টি জানিয়ে সব এয়ারলাইনসকে চিঠি পাঠিয়েছে বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল।
এনিয়ে গেলো চার মাসে চার দফায় বেড়েছে এই জ্বালানির দাম। এর ফলে ব্যয় বাড়বে দেশীয় এয়ারলাইনস কোম্পানিগুলোর। দেশের ভেতরে আকাশ চলাচল ও পণ্য পরিবহনে খরচ বেড়ে যাবে যাত্রীদেরও। উড়োজাহাজে আমদানি ও পরিবহননির্ভর কিছু পণ্যের দামও বাড়তে পারে।
তবে বিপিসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। তার সঙ্গে সমন্বয় করেই জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে।