সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

চালের দাম নিয়ে ভোগান্তি, সরবরাহ সংকটে সয়াবিন তেল

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১১:৫২ এএম

এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। চালের এমন দাম বাড়ার কারণে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। 

সরকারি হিসাবে, চালের উৎপাদন যেমন বাড়ছে, তেমনি বাড়ছে আমদানির পরিমাণও। আবার চাল উৎপাদন নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পরিসংখ্যান ব্যুরোর তথ্যেও রয়েছে গরমিল।

বিশ্লেষকরা বলছেন, উৎপাদন ও চাহিদার পরিসংখ্যান বিভ্রান্তির কারণেই চাল নিয়ে চলছে চালবাজি। 

এদিকে, এক বছরে পাইকারিতে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৯ টাকা। যা খুচরায় কেজিতে ১১ টাকা। চলতি মাসের ২ তারিখ, মিলারদের কাছ থেকে ৬৯ টাকা কেজিতে নাজিরশাইল চাল কিনেছেন কারওয়ান বাজারের পাইকাররা। 

তারা বলছেন, ২০২১ সালের জুনে ৬০ টাকা দরে এই চাল কিনেছিলেন। পাইকারীতেই চালের দাম কেজিতে ৯ টাকা বেড়েছে। আর খরচ ও মুনাফাসহ এক বছরে খুচরায় তা কেজিতে ১১ টাকার বেশি বেড়েছে। এক বছরে কেজিতে মিনিকেট চালের দামও বেড়েছে ১০ টাকার বেশি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ৩ কোটি ৮৭ লাখ টন চাল উৎপাদন হয়েছে। যদিও পরিসংখ্যান ব্যুরো বলছে, ওই বছর চালের উৎপাদন ছিল ৩ কোটি ৭৬ লাখ টন। 

এদিকে, শুক্রবার সকালে রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ সংকটে বাজারে পাওয়া যাচ্ছেনা পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল। এছাড়াও, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এক দুই লিটারের সয়াবিন তেল। 

বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে সঠিক তদারকির অভাবে কম সরবরাহ করে বেশি নিচ্ছে কোম্পানিগুলো।



একাত্তর/ এনএ


চাঁদ দেখা সাপেক্ষে আর একদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে রমজান মাস। এই মাসকে কেন্দ্র করে এরইমধ্যে চলছে মানুষের প্রস্তুতি। রোজার আগে বাজারের কেনাকাটা সেরে নিতে ব্যস্ত ক্রেতারা।
জি-টু-জি অর্থাৎ গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার মেট্রিক টন চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। 
ভারত থেকে আমদানি করা ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে।  
সারাদেশে খুচরা বাজারে চালের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকার চলতি মাসে বেসরকারি খাতকে তিন দশমিক ৯২ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে।  
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত