সারাদেশেই জ্বলছে তেলের বাজার প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। খোলা তেল কিছু কিছু দোকানে পাওয়া গেলেও দাম অনেক বেশি।
বোতলজাতের ক্ষেত্রেও তৈরি হয়েছে কৃত্রিম সংকট। ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিন ধরে কোনো কোম্পানি বা ডিলার তেল দিচ্ছে দিচ্ছে না। ফলে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না।
রংপুরের বাজার কিংবা অলিগলির দোকান ঘুরে মিলছে না তেল। তাই ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে অন্য দোকান।
ক্রেতাদের অভিযোগ, সামনের রমজান ঘিরে অসাধু ব্যবসায়ীরা তেল মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করছে।
বরিশালেও কয়েকদিন ধরেই কোনো কোম্পানি বা ডিলাররা তেল সরবারহ করছে না। বাজারে পাওয়া যাচ্ছে না চাহিদা অনুযায়ী তেল।
একই অবস্থা চট্টগ্রামেও। সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এই সংকট বলছেন খুচরা বিক্রেতা ও ক্রেতারা। ভোজ্য তেলের আকাল শুরু হয়েছে খুলনায়।
বড়বাজারের বেশিরভাগ দোকানে মিলছেনা সয়াবিন। যেটুকু পাওয়া যাচ্ছে তা লিটার দাম চাওয়া হচ্ছে দুইশ’ টাকা।
ময়মনসিংহে খোলা সয়াবিন তেল বাজার থেকে প্রায় উধাও। অনেকেই আবার সয়াবিন তেল কিনতে গিয়ে ফিরে গেছেন।
নেত্রকোনায় পাঁচ লিটারের বোতলজাত তেল দেখা গেছে খুবই সামান্য পরিমাণ। দুই লিটারের বোতলজাত তেল পাওয়া গেলেও দাম বেশি।
আরও পড়ুন: মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ধরা ৪৫ জেলে
কুমিল্লার খুচরা বাজারের বেশির ভাগ দোকানেই তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দোকানিরা তেল বিক্রি করছেনা।
বর্তমানে সরকার নির্ধারিত খোলা সয়াবিন তেলের দর প্রতি লিটার ১৩৬ টাকা এবং বোতলজাত সয়াবিনের দর প্রতি লিটার ১৬০ টাকা।
একাত্তর/আরএ