সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

বেশি দামে তেল বিক্রি করায় চার পাইকারকে জরিমানা

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৭:২৬ পিএম

ভোজ্যতেলের দাম বেশি রাখায় রাজধানীর মৌলভীবাজারের চার পাইকারী ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সরকার নির্ধারিত দামের চেয়ে ভোজ্যতেলের দাম বেশি রাখা এবং মূল্য তালিকা না থাকায় ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। 

এনিয়ে ব্যবসায়ীদের অভিযোগ, মিলার পর্যায়ে ভোজ্যতেল মজুত রাখার কারণেই খুচরা বাজারে প্রভাব পড়ছে। মিলারদের বিরুদ্ধেও ব্যবস্থা চেয়েছেন তারা।

রাজধানীর ভোজ্যতেলের সবচেয়ে বড় পাইকারী বাজার মৌলভীবাজার। এখানকার ব্যবসায়ীরা মিলারদের কাছ ভোজ্যতেল নিয়ে সারাদেশে সরবরাহ করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ, এই বাজারের ব্যবসায়ীরা তেল মজুত রেখে, ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে সয়াবিন তেল বিক্রি করছে। 

এমন অভিযোগে রোববার সকালে মৌলভীবাজারের মুসলিম স্টোরে তদারকিতে যান কর্মকর্তারা। কাগজপত্রে প্রমাণও মেলে বেশি দাম রাখার। এজন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের পরিচালক মনজুর শাহরিয়ার। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, ফাহমিনা আকতার, মাসুদুর রহমান।

সেখানকার জব্বার স্টোর, বিসমিল্লাহ স্টোর ও ঢাকা ট্রেডার্সেও একই অভিযোগ পায় ভ্রাম্যমান আদালত। অভিযোগ ছিল মূল্য তালিকা না থাকারও। পরে, তাদের ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। 

অভিযান শেষে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবাসায়ী মালিক সমিতির সাথে আলোচনা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। কারসাজি বন্ধ করতে সহযোগিতার কথা জানান ব্যবসায়ীরা। 

আর ভোক্তা আধিকারের মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, বাজারের সরবরাহ যেন ঠিক থাকে এবং সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। 

অভিযান চালিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে ৮ তারিখ বৈঠক হবে। পাশাপাশি বিভিন্ন মিল মালিকদের কাছে গত তিন মাসের তথ্য চাওয়া হয়েছে। 

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে কারসাজি ঠেকাতে এ অভিযান চলবে বলে জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।



একাত্তর/ এনএ
রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় সবজি ও ডিমের দাম কিছুটা কমেছে, তবে তেল, মাছ, ও মুরগির দাম এখনও ঊর্ধ্বমুখী।
শেয়ার বাজারে কারসাজিতে জড়িত থাকায় ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বন্যার প্রভাবে রাজধানীর বাজারে কমেনি মাছ, মুরগি ও সবজির দাম। ইলিশের দাম আরও বেড়েছে। পাইকারিতে দাম সামান্য কমলেও খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে চাল ও পেঁয়াজ। 
টানা দুই দিনের বৃষ্টিতে বাজারে পণ্যের দামে মিশ্র প্রভাব দেখা গিয়েছে। সরবরাহ বেশ খানিকটা বাড়ায় সবজির দাম সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৫ টাকা কমেছে।
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত