আমদানি’ ও ‘বিপণন’ নিয়ে ভোজ্যতেল ‘পরিশোধন’ ও ‘বাজারজাতকারী’ প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্য যাচাই করতে অভিযানে নেমেছে ভোক্তা আধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার নারায়ণগঞ্জে, সিটি ইকোনমিক জোন এবং বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকারের কর্মকর্তারা।
বাজার থেকে সয়াবিন তেল উধাও। মিলেও তেলের সংকট। ভোক্তা আর খুঁচরা ব্যবসায়ীদের এমন অভিযোগ আর তেল পরিশোধনকারকদের দেয়া তথ্য যাচাইয়ে বৃহস্পতিবার অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ এডিবল অয়েল মিলে দেখা যায়, রূপচাঁদা সয়াবিন অয়েল এবং ফরচুন রাইচ ব্র্যান্ডে তেলের প্রচুর মজুদ। সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে তাদের।
এর আগে সিটি ইকোনমিক জোনে অভিযান চালায় ভোক্তা অধিকার। এখানেও দেখা যায় প্রতিষ্ঠানটির তীর ব্র্যান্ডের তেলের মজুদ এবং সরবরাহ দুটোই স্বাভাবিক। তবে ইউনিট প্রতি দাম লিখে দেওয়ার নির্দেশনা থাকলেও এখনো সেটি মানছে না প্রতিষ্ঠানটি।
ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলেন, পুরনো সাপ্লাই অর্ডার-এসও যেন দ্রুত সরবরাহ করা হয় সে নির্দেশনা দেয়া হয়েছে মিল মালিকদের।
তবে মিলে পর্যাপ্ত মজুদ এবং সরবরাহ স্বাভাবিক থাকার পরেও বাজারে কেন তোলের সংকট সেটিও তদারকি করা হবে বলেও জানায় ভোক্তা অধিকার।
একাত্তর/ এনএ