সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

অন্য পণ্য কেনার শর্তেই মিলছে সয়াবিন তেলের বোতল

আপডেট : ১১ মার্চ ২০২২, ১১:৫৯ পিএম

অন্যান্য পণ্য কিনলেই কেনা যাবে সয়াবিন তেল। তাইতো ভ্যাট প্রত্যাহারের পর সয়াবিন তেল কিনতে গিয়ে নতুন বিপত্তিতে পড়েছে সাধারণ মানুষ। 

এমন অভিযোগ মোহাম্মদপুরের টাউন হল মার্কেটের ক্রেতাদের। বিক্রেতাদের দাবি নির্দিষ্ট ব্রান্ডের অন্যান্য পণ্য না কিনলে তারাও পাচ্ছেন না তেলের বোতল। 

এদিকে, সপ্তাহ ব্যবধানে বেড়েছে চাল, পেঁয়াজ ও ডালের দাম। এই পরিস্থিতিতে অবস্থায় আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বাড়াতে পরিবারগুলোতে তৈরি হয়েছে বাজার ভীতি।

সাপ্তাহিক ছুটির প্রথম দিন, শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলের বাজার। সেখানে গিয়ে দেখা গেলো ক্রেতা বিক্রেতার মধ্যে তুমুল বাকবিতন্ডা চলছে সয়াবিন তেল কেনা নিয়ে।

অন্য পণ্যে না কিনলে পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি করবে না দোকানি। তার দাবি, তারা এই শর্তেই বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তেলের বোতল পেয়েছেন। 

একই কথা স্বীকার করলেন পাশের আরেক বিক্রেতাও। তেল কোম্পানিরই অন্যান্য পণ্য কেনার শর্তে বিক্রি করা হচ্ছে পাঁচ লিটারের সয়াবিন তেল।

এই পরিস্থিতেতে কোম্পানি পর্যায় তেলের উপর ১৫ শতাংশ ও ভোক্তা পর্যায় পাঁচ শতাংশ ভ্যাট কমানোর ঘোষণার কোন প্রভাব ছিল না রাজধানীর বাজারগুলোতে। 

সেই সঙ্গে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মসুর ডাল ও চিনির দাম। একই অবস্থা চালের বাজারে, সপ্তাহ ব্যবধানে বিভিন্ন ধরনের চালে কেজি প্রতি দাম বেড়েছে দুই টাকা পর্যন্ত। 

বেড়েছে পেঁয়াজ ও আমদানি করা রশুনের দামও। বিক্রেতা জানান, বাজারে পেঁয়াজের আমদানি ও উৎপাদন কম থাকায়ও দাম বেড়েছে।

বাজারে চায়না রসুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। দেশি আদার কেজি ৬০ টাকা। চায়না আদার দাম কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

বাজারে বাড়তি দাম সব ধরনের মাছেরও। বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। সোনালি মুরগি কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকা। 

গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২৮০ টাকা কেজি ধরে। বেড়েছে লেয়ার মুরগির দাম। কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২৩০ টাকা কেজি।  

সপ্তাহ ব্যবধানে করলা উচ্ছাসহ কয়েকটি সবজির দাম বাড়লেও কমেছে বেশিরভাগ সবজির দাম। আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস।


একাত্তর/ এনএ
সপ্তাহ খানেকের বেশি সময় ধরে আবারও রাজধানীর বাজারে সহজে মিলছেনা সয়াবিন তেল। কোথাও কোথাও সঙ্গে অন্য পণ্য নিলেই সয়াবিন তেল বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে বাজারে সয়াবিন তেলের...
বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আট টাকা বেড়েছে।  সোমবার ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন।
টানা দুই দিনের বৃষ্টিতে বাজারে পণ্যের দামে মিশ্র প্রভাব দেখা গিয়েছে। সরবরাহ বেশ খানিকটা বাড়ায় সবজির দাম সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৫ টাকা কমেছে।
জ্বালানি খাতে অস্বচ্ছতা ও দুর্নীতি কমিয়ে দাম সমন্বয়ের আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব।
সম্প্রতি এলাকায় শতাধিক গাড়ির বহর নিয়ে রাজনৈতিক শোভাযাত্রা করায় তাসনিম জারার আহবান করা ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ বছরে রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি...
এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত