খুচরা ও আমদানি পর্যায়ে ভোজ্যতেলের ভ্যাট কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৪ মার্চ) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ভোজ্যতেলের উপর খুচরা পর্যায়ের ভ্যাট তুলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।
তিনি আরো বলেন, ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি পর্যায়ে শুল্ক সর্বোচ্চ কমানোর বিষয়টি বিবেচনার জন্য বলেছে মন্ত্রিসভা।
একাত্তর/এসজে