সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
 

বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে সহায়ক পরিবেশ চায় যুক্তরাজ্য

আপডেট : ২৯ মার্চ ২০২২, ০১:২৬ পিএম

বাংলাদেশে আরও বিনিয়োগ ও বাণিজ্য করতে চায় যুক্তরাজ্য। তবে এজন্য বিনিয়োগ সহায়ক কাঠামো, সুশাসন এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন জরুরি বলে জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক বিশেষ দূত রুশনারা আলী এমপি। তিনি আরও জানান, খুব শিগগরিই যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে না।

আমদানি-রপ্তানি সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ ও মুক্ত বাণিজ্য চুক্তির এফটিএ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

তালিকায় আছে যুক্তরাজ্য, সৌদি আরব, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, বাহরাইনসহ ইসলামিক দেশগুলো। তবে বিশেষ গুরুত্বে আছে যুক্তরাজ্য।

সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন রুশনারা আলী।

পরে প্রেস ব্রিফিংয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, সুশাসনের অভাব বাংলাদেশে বিনিয়োগের বাধা। এটা সব সময়ই ছিল। তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন খাতে ব্রিটিশ উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী। এজন্য তারা বিনিয়োগ-সহায়ক পরিবেশ চায়।

রুশনারা আলী বলেন, যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক একটি সুদৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে দুদেশের বাণিজ্যিক সম্পর্কের বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে একসঙ্গে কাজ করার অনেক ক্ষেত্র আছে।

আমরা এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। ব্রিটিশ সরকারের দূত বলেন, বাংলাদেশে অনেক ব্রিটিশ কোম্পানি রয়েছে। এরমধ্যে অনেকেই বাংলাদেশে তাদের ব্যবসা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন।

তার মতে, করোনায় যুক্তরাজ্যের মতো বাংলাদেশও অনেক ক্ষতি হয়েছে। তবে দ্রুত বাংলাদেশের অর্থনীতি তার স্বাভাবিক ধারায় ফিরে আসছে। সার্বিক পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করতে ইচ্ছুক ব্রিটিশ বিনিয়োগকারীদের জন্য একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান রুশনারা আলী।

রুশনারা আলী এমপি আরও উল্লেখ করেন, বাংলাদেশে অনেক বৃটিশ কোম্পানি রয়েছে। আরও অনেক বৃটিশ কোম্পানি বাংলাদেশে ব্যবসা পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে।

বিডার বৈঠক শেষে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। আমরা ইতিমধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করেছি। আমরা ডিজিটাল অনলাইন পরিষেবাও প্রদান করছি। পরিবেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক মানের পরিষেবা নিশ্চিত করার জন্য আমরা তৃতীয় টার্মিনাল নির্মাণ করছি। টার্মিনালটির নির্মাণকাজ আগামী বছরের মধ্যে শেষ হবে।

একাত্তর/এসএ

বাংলাদেশে পর্যটন, নির্মাণ শিল্প, অবকাঠামো, জ্বালানি, স্বাস্থ্যসেবা, শিপিং, এয়ারলাইন্স এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বড় সম্ভাবনা দেখছেন তুরস্কের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যবসার ক্ষেত্রটি বেশ জটিল। এই জটিল জিনিস ভাঙা বেশ কঠিন।
ট্রেড ইউনিয়ন করার অধিকারসহ বাংলাদেশের শ্রমিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া ১১ দফার বাস্তবায়ন হলে দেশটির বাজারে জিএসপি ফেরত পাওয়া সহজ হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ১১...
ব্যবসা-বাণিজ্য সহজ করাই সরকারের উদ্দেশ্য। সরকার ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় বাধা কমাতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুতই সংসদ নির্বাচন দেয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জাতীয় নাগরিক পার্টি...
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে...
নতুন দল গঠন করে ছাত্রনেতারা যে বক্তব্য দিচ্ছে তাতে আবারও ১/১১ এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়কার মতো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত