করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধগতির কারণে চলমান লকডাউনের মধ্যেই আমাগীকাল (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।
উপসচিব মো. রেজাউল ইসলামের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল নয়টা থেকে ৫টা পর্যন্ত আট ঘণ্টা দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।
তবে স্বাস্থ্যবিধি পরিপালন না করা হলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।