সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
 

কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলের চূড়ান্ত অনুমোদন পেলো মেঘনা গ্রুপ

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১০:৫১ পিএম

শিল্প স্থাপনসহ অন্যান্য কার্যক্রমের জন্য কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলের চূড়ান্ত অনুমোদন পেলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

রোববার সন্ধায় এক অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের হাতে অনুমোদনপত্র তুলে দেন বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

কুমিল্লার মেঘনা উপজেলার সোনার চর মৌজায় ২৪৬ একর জায়গায় কুমিল্লা ইকোনমিক জোনটি প্রতিষ্ঠা করছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।

পরবর্তী ধাপে এর আয়তন হবে সাড় ৩০০ একর। তবে এর আগেই ইজেড কার্যক্রম পরিচালনায় সরকার নির্দেশিত সব শর্ত পুরন করেছে কুমিল্লা ইকোনমিক জোন কর্তৃপক্ষ।

শর্ত পুরনের পর এবার শিল্প স্থাপন এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য চূড়ান্ত সনদ বুঝে পেলেন নতুন এই ইজেড-এর বাস্তবায়নকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মোস্তফা কামাল।

সনদ প্রদান অনুষ্ঠানে বংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষ বা বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে তার আশা কুমিল্লা ইকোনমিক জোনও দেশি-বিদেশি বিনিয়োগ টেনে দেশের অর্থনৈতিক উন্নয়ন করবে।

আরও পড়ুন: দিনিপ্রো বিমানবন্দর পুরোপুরি ধ্বংস হবার দাবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব অনুষ্ঠানে বলেন, কুমিল্লা ইকোনমিক জোন পণ্য উৎপাদনে বহুমুখীকরণ এবং নতুন রপ্তানি বাজার সম্প্রসারণে ভুমিকা রাখবে।

এ সময় তিনি আরো বলেন, পরিবেশবান্ধব এবং গ্যাস বিদ্যুৎসহ সব অবকাঠামোত স্বয়ংসম্পূর্ণ কুমিল্লা ইকোনমিক জোন দেশে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার তৈরিতে ভুমিকা রাখবে।


একাত্তর/আরবিএস  

দেশের ১০টি অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা বাতিল করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এর মধ্যে পাঁচটি সরকারি এবং পাঁচটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল আছে। ওই ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করে...
ভোক্তার স্বার্থে পুরো রমজান মাসজুড়ে ঢাকা মহানগরের জনবহুল ও গুরুত্বপূর্ণ ৩২ স্থানে বিশেষ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’।
আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব অনুযায়ী দেশের অর্থনৈতিক অঞ্চলে কর অবকাশ এবং মূলধনি যন্ত্রাংশ, যন্ত্রপাতি ও নির্মাণ উপকরণে আমদানি শুল্ক অব্যাহতি সুবিধা বাতিল হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন...
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে পহেলা মার্চ থেকে প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে খুচরা বিক্রয় মূল্য নির্ধারণ করে ফ্রেশ ব্রান্ডের সয়াবিন তেল উৎপাদন  করছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ৩৪ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।  আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড (কুট্টাপাড়া মোড়) হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত এই যানজট ছড়িয়ে গেছে। 
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তিন দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি-প্রকৃতি...
অনিয়মের অভিযোগে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৬ জনসহ মোট ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 
বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধন করার যে নির্দেশনা ছিলো তা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। নির্দেশনা থাকায় অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত