১০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া খনিতে কয়লা উৎপাদন শুরু হয়েছে। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা থেকে সীমিত পরিসরে এক শিফটে কয়লা উৎপাদন শুরু করে চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি।
রোববার (৭ আগস্ট) বিকেলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।
সাইফুল বলেন, চাইনিজদের মধ্যে এখনও করোনা সংক্রমণ রয়েছে। তারপরও পাশের বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে এক শিফটে কয়লা উত্তোলন করা হচ্ছে। শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ডি শিফটে কয়লা উৎপাদন হয়েছে ৭১৫ দশমিক ৪৯৩ মেট্রিক টন।
তিনি জানান, প্রতিদিন ডি শিফট চালু রেখে কয়লা উৎপাদন কাজ চালিয়ে যাওয়া হবে। পূর্ণ উৎপাদনে যেতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।
আরও পড়ুন: তেলের মূল্যবৃদ্ধি, চাঁপাইনবাবগঞ্জে ব্যাংক-দোকান ভাঙচুর
উল্লেখ্য, এক্সএমসি-সিএমসি’র ৫০ জন চাইনিজ কর্মকর্তা-কর্মচারীসহ ৮৩ জন খনি শ্রমিক করোনায় আক্রান্ত হওয়ায় গত ২৯ জুলাই কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে কয়লা উত্তোলন কাজে নিয়োজিত প্রায় সাড়ে ৩০০ বাংলাদেশি খনি শ্রমিককে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
একাত্তর/এসি