সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

বড়পুকুরিয়া খনিতে সীমিত আকারে কয়লা উৎপাদন শুরু

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৯:১৯ পিএম

১০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া খনিতে কয়লা উৎপাদন শুরু হয়েছে। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা থেকে সীমিত পরিসরে এক শিফটে কয়লা উৎপাদন শুরু করে চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি।

রোববার (৭ আগস্ট) বিকেলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

সাইফুল বলেন, চাইনিজদের মধ্যে এখনও করোনা সংক্রমণ রয়েছে। তারপরও পাশের বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে এক শিফটে কয়লা উত্তোলন করা হচ্ছে। শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ডি শিফটে কয়লা উৎপাদন হয়েছে ৭১৫ দশমিক ৪৯৩ মেট্রিক টন। 

তিনি জানান, প্রতিদিন ডি শিফট চালু রেখে কয়লা উৎপাদন কাজ চালিয়ে যাওয়া হবে। পূর্ণ উৎপাদনে যেতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। 

আরও পড়ুন: তেলের মূল্যবৃদ্ধি, চাঁপাইনবাবগঞ্জে ব্যাংক-দোকান ভাঙচুর

উল্লেখ্য, এক্সএমসি-সিএমসি’র ৫০ জন চাইনিজ কর্মকর্তা-কর্মচারীসহ ৮৩ জন খনি শ্রমিক করোনায় আক্রান্ত হওয়ায় গত ২৯ জুলাই কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে কয়লা উত্তোলন কাজে নিয়োজিত প্রায় সাড়ে  ৩০০ বাংলাদেশি খনি শ্রমিককে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।


একাত্তর/এসি

দুই দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। 
কয়েকদিন বন্ধ থাকার দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে আংশিক উৎপাদন শুরু হয়েছে। 
ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আটদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। 
ভরা মৌসুমে দাম নিয়ন্ত্রণ না হওয়ায় ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এরই পরিপ্রেক্ষিতে শনিবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দর দিয়ে আলু আমদানি শুরু হতে চলেছে বলে জানিয়েছেন...
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত