সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

ইউএনসিডিএফ’র কেস স্টাডিতে ডিজিটাল রেমিট্যান্সের গল্প

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০২:০৮ পিএম

ইউনাইটেড ন্যাশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (UNCDF) -এর কেস স্টাডিতে ব্র্যাক ব্যাংক -এর ডিজিটাল রেমিট্যান্সের সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে।

‘মহামারির সময় নগদ লেনদেন থেকে ডিজিটাল রেমিট্যান্সে স্থানান্তর: বাংলাদেশে ব্র্যাক ব্যাংক-এর একটি কেস স্টাডি’ শীর্ষক গবেষণাটিতে ডিজিটাল সার্ভিস কীভাবে সাধারণ মানুষকে আর্থিকখাতে অন্তর্ভুক্ত করেছে এবং তাদের আর্থ-সামাজিকভাবে ক্ষমতায়িত কয়েছে, তার ওপর আলোকপাত করা হয়েছে।

ইউএনসিডিএফ ব্লগে প্রকাশিত এই কেস স্টাডি রেমিট্যান্স বাজারের অন্তর্দৃষ্টি এবং যে দেশটি প্রতি বছর ২২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স গ্রহণ করে, সেদেশে রেমিট্যান্স কীভাবে আর্থ-সামাজিক কাঠামোতে প্রভাব ফেলে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করে।

কোভিড মহামারির কারণে ডিজিটাল মাধ্যমে রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে। ২০২০ সালের প্রথমে মহামারির শুরুর দিকে বাংলাদেশে রেমিট্যান্স কমে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছিল; যা অর্থনীতিতে, বিশেষ করে অভিবাসী পরিবারগুলোতে নেতিবাচক প্রভাব ফেলতে পারতো।

২০২০ সালে বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে রেমিট্যান্স ১.৬ শতাংশ হ্রাস পেলেও, বাংলাদেশে এর বিপরীত প্রভাব ঘটেছে। ইউএনসিডিএফ -এর পাওয়া তথ্যানুসারে বাংলাদেশে বৈদেশিক রেমিট্যান্স বেড়েছে ১৮ শতাংশ।

জানা যায়, ‘২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত, ব্র্যাক ব্যাংক লিমিটেডের রেমিট্যান্সে ডিজিটাল লেনদেন— ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেট— ৩৭ শতাংশ থেকে বেড়ে ৭৫ শতাংশ হয়েছে। ডিজিটাল ট্রান্সফার নগদ রেমিট্যান্সের চেয়ে শুধু সাশ্রয়ী, দ্রুত ও নিরাপদই নয়; এর মাধ্যমে আরো ক্ষুদ্র অংকের, আরো বেশি বেশি লেনদেন করা সম্ভব। বিকাশ মোবাইল ওয়ালেটের মাধ্যমে প্রাপ্ত লেনদেনের প্রায় ৮৬ শতাংশই ২০০ মার্কিন ডলারের কম, যার পরিমাণ ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্ত লেনদেনের ক্ষেত্রে ৩০ শতাংশ এবং নগদ অর্থের ক্ষেত্রে ১৯ শতাংশ।’

এর আগে, বাংলাদেশি রেমিট্যান্স গ্রহীতাদের ডিজিটাল চ্যানেলে অ্যাক্সেস উন্নত করতে এবং রেমিট্যান্স -লিঙ্কড, ভ্যালু-অ্যাডেড সার্ভিসের ব্যবহার জোরদার করতে ব্র্যাক ব্যাংক ইউএনসিডিএফ-এর সাথে অংশীদারিত্ব করে। গবেষণার অংশীদারিত্ব শুরু করার জন্য দু’টি সংস্থাই প্রাতিষ্ঠানিক এবং ড্যাটা ম্যাপিং পরিচালনা করার পাশাপাশি বাংলাদেশের রেমিট্যান্স বাজারের একটি বিশদ মার্কেট পর্যালোচনা করেছে এবং প্রায় আট লাখ আন্তর্জাতিক রেমিট্যান্স গ্রাহককে নিয়ে ৩.৮ মিলিয়ন সংখ্যক লেনদেনের রেকর্ড বিশ্লেষণ করেছে।

২০২০ সালের মে মাসে তাদের অংশীদারিত্ব চালু করার পর ইউএনসিডিএফ -এর বিনিয়োগের সহায়তায় ব্র্যাক ব্যাংক বিদ্যমান ডিজিটাল রেমিট্যান্স ডেলিভারি চ্যানেল— যেমন ব্যাংক সরাসরি ক্রেডিট এবং বিকাশ মোবাইল ওয়ালেট সেবাকে আরো উন্নত করেছে।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে নগদ থেকে ডিজিটাল রেমিট্যান্স চ্যানেলে লেনদেনের এ পরিবর্তনের ফলে রেমিট্যান্স সংশ্লিষ্ট আর্থিক সার্ভিস— যেমন দেশের অভ্যন্তরের পেমেন্ট, আমানত, সঞ্চয় এবং বীমার মাধ্যমে বিস্তৃত পরিসরে আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি হয়েছে। যেসব ক্ষেত্রে ডিজিটাইজেশন এই রেমিট্যান্স ব্যবহারে সহায়তা করতে পারে তার মধ্যে আছে— শিক্ষা, স্বাস্থ্য বা ইউটিলিটি বিল পেমেন্ট।

ব্র্যাক ব্যাংক এবং ইউএনসিডিএফ অংশীদারিত্ব এই ধরনের মূল্য সংযোজন সার্ভিসগুলোকে আরো বিস্তৃত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

আরও পড়ুন: ৫২ টাকার নিচে চাল নেই, দাম বাড়লো ‘সবকিছুর’

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, আমরা অত্যন্ত সম্মানিত যে, আমাদের ডিজিটাল রেমিট্যান্সের সাফল্যের গল্পটি ইউএনসিডিএফ তুলে ধরেছে। এ থেকে এটাই প্রমাণিত হয় যে, ভালো কাজগুলো আড়ালে থাকে না। ডিজিটালাইজেশনের পরিধি ও বিস্তৃতি আরো বাড়াতে এই স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করবে।


একাত্তর/আরএ

দিনভর টানাহেঁচড়া করেও ব্র‌্যাংক ব্যাক থেকে উল্কা গেমসের কর ফাঁকির ৫০ কোটি টাকা আদায় করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। ব্যাংক কর্তৃপক্ষের এমন আচরণ ‘শাস্তিযোগ্য অপরাধ’ বলে...
কার্ড ইস্যু এবং আকুয়্যারিংয়ের বিভিন্ন বিভাগে ব্যবসায়িক নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ব্যাংক লিমিটেড ভিসা থেকে সর্বোচ্চ সংখ্যক পাঁচটি পুরস্কার পেয়েছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল এসিসটেন্ট (আইডিইএ)। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর...
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার কিছু সময় পর এ ঘটনার দায় স্বীকার করেছিলো অখ্যাত সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ।
ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৮০০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত