পাম তেল ও চিনির দাম পুনঃনির্ধারণ করেছে সরকার। পাম তেলের দাম লিটারে আট টাকা কমিয়ে ১২৫ টাকা এবং চিনির দাম কেজিতে ছয় টাকা বাড়িয়ে খোলা চিনি ৯০ টাকা ও প্যাকেটজাত চিনি ৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।
তিনি জানান, পাম তেলের দাম পুনঃনির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগে লিটারে ১৩৩ টাকা দরে বিক্রি হলেও এখন ১২৫ টাকা করা হয়েছে। এতে লিটারে কমলো আট টাকা।
আরও পড়ুন: সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.১ শতাংশে
তাছাড়া, পরিশোধিত চিনির দাম কেজিতে ছয় টাকা বাড়ানো হয়েছে। খোলা চিনি ৯০, প্যাকেট ৯৬ টাকা দরে বিক্রি হবে বলেও জানান তিনি।
এর আগে, গত ২২ সেপ্টেম্বর পাম তেল ও চিনির দাম বেঁধে দেয় সরকার। সেবার খোলা পাম তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৩ টাকা প্রতি লিটার, পরিশোধিত খোলা চিনি প্রতি কেজি ৮৪ টাকা ও পরিশোধিত প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দাম প্রতি কেজি ৮৯ টাকা নির্ধারণ করা হয়।
একাত্তর/এসজে