সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে সংশয়ে বিজেএমইএ

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৯:৫৭ পিএম

বিশ্ব পরিস্থিতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটের কারণে চলতি অর্থ বছরে পোশাক খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশঙ্কা জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন- বিজিএমইএ। সংগঠনটি জানিয়েছে, এরইমধ্যে অক্টোবরে পোশাক রপ্তানি কমেছে ৭ দশমিক ৫২ শতাংশ। নভেম্বর নাগাদ এটি কমে ২০ শতাংশে দাঁড়াতে পারে। 

রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়েই এখন জ্বালানী সঙ্কট। সাশ্রয়ী নীতির অংশ হিসেবে এবং দেশের রিজার্ভ বাঁচাতে বিদেশ থেকে তেল গ্যাস আমদানি কমিয়ে দিয়েছে সরকার। যার প্রভাব পড়েছে বিদ্যুৎ খাতে। কমেছে বিদ্যুতের উৎপাদন। আবার গ্যাস সঙ্কটের কারণে কমেছে গ্যাসের সরবরাহ। গ্যাস ও বিদ্যুতের এই সঙ্কটের প্রভাব পড়েছে শিল্প উৎপাদনে। 

রোববার রাজধানীর উত্তরায় বিজিএমই-এর প্রধান কার্যালয়ে ‘মেইড ইন বাংলাদেশ উইক এবং ৩৭তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন’ বিষয়ে মিট দ্য প্রেসে এমন শঙ্কার কথাই জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, গত দুমাসে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, আমাদের তৈরি পোশাকের ক্রয়াদেশ ধাপে ধাপে কমছে। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত পোশাক শিল্পে টানা প্রবৃদ্ধি হয়েছে। যে কারণে গত অর্থবছরে এ শিল্প খাত থেকে রফতানি হয়েছে ৪২ দশমিক ৬ বিলিয়ন ডলার। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি এবং খুচরা বাজারে প্রভাবের কারণে যুক্তরাষ্ট্র এবং জার্মানিসহ প্রধান বাজারগুলোতে প্রবৃদ্ধি কমছে।

বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, স্থানীয় পর্যায়ে গ্যাস- বিদ্যুতের সংকটের প্রভাব পোশাক শিল্পেও পড়েছে। এতে করে শিল্পে ব্যয় বাড়ছে দুই ভাবে। বিদ্যুতের অপ্রতুলতার কারণে কারখানাগুলোতে ডিজেল দিয়ে জেনারেটর চালানো হচ্ছে। বেশি সময় জেনারেটর চালানোর কারণে সেগুলো ঘন ঘন বিকল হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ছে।

শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ রাখার দাবি করে ফারুক হাসান বলেন, সরকারের কাছে একান্ত অনুরোধ রপ্তানিমুখী শিল্প কারখানাগুলোতে বিশেষ ব্যবস্থায় চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা হোক। অন্যথায় রফতানি আয় ক্রমাগত কমতে থাকবে। এতে নভেম্বর মাসেও রফতানি আয় হ্রাস পাওয়ার শঙ্কা থেকেই যাবে।

আরও পড়ুন: প্রেসক্লাবের সামনে গায়ে আগুন: নেপথ্যে প্রতারণা, গ্রেপ্তার ২

সার কারখানায় গ্যাস সরবরাহ কমিয়ে এনে রপ্তানিমুখী শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বেশি দেওয়া যায় কিনা সেটা নিয়ে সংশ্লিষ্টদের ভাবারও আহ্বান জানান বিজিএমইএ সভাপতি।

সংবাদ সম্মেলনের আগে বাংলাদেশের পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়াতে বিজিএমইএ ভবনে ‘সেন্টার অব ইনোভেশন, এফিশিয়েন্স অ্যান্ড ওএসএইচ’ সেন্টারের উদ্বোধন করা হয়।


একাত্তর/এসি

তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন- বিজিএমইএ এর ২০২৫-২৭ বছরের নির্বাচন উপলক্ষ্যে প্যানেল সাজাচ্ছেন সংগঠনটির প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপ, সম্মিলিত পরিষদ এবং ফোরাম।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে।
গেলো দশ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৫০ দশমিক ৭৯ শতাংশ। 
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল এসিসটেন্ট (আইডিইএ)। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর...
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার কিছু সময় পর এ ঘটনার দায় স্বীকার করেছিলো অখ্যাত সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ।
ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৮০০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত