সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

পাঁচ লাখ পর্যন্ত খেলাপি ঋণ মামলা ছাড়াই অবলোপন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৫:৪৬ পিএম

ছোট ঋণের মধ্যে পাঁচ লাখ টাকা পর্যন্ত খেলাপি থাকলে মামলা ছাড়াই তা অবলোপন করা যাবে বলে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতোদিন দুই লাখ টাকার খেলাপি ঋণ কোনো প্রকার মামলা ছাড়াই অবলোপনের সুযোগ ছিল।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এ বিষয়ে ব্যাংকগুলোতে পাঠানো সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘কৃষি এবং সিএমএসএমই ( কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ‍আকারের উদ্যোক্তা) ঋণসহ অন্যান্য খাতের ঋণ/বিনিয়োগ অবলোপনে অত্যাবশ্যকীয়ভাবে মামলাযোগ্য না হলে পাঁচ লাখ টাকা আদালতে মামলা দায়ের ব্যতিরেকে অবলোপন করা যাবে’। 

এর ব্যাখ্যায় কেন্দ্রীয় ব্যাংক বলছে, খেলাপির তালিকায় থাকা ক্ষুদ্র অংকের ঋণের মামলা খরচ, ঋণস্থিতি বিবেচনায় প্রায়শই অধিক হয় বিধায় আবশ্যক না হলে মামলা ছাড়াই অবলোপন করা যাবে।

এর আগে ২০১৯ সালে খেলাপি ঋণ অবলোপনের জন্য একটি নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক বলেছিল, দুই লাখ টাকার বেশি খেলাপির বিপরীতে মামলা ছাড়া ঋণ অবলোপন করা যাবে না। ঋণ অবলোপনের পূর্বে অবশ্যই অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ অনুযায়ী মামলা দায়ের করতে হবে।

তবে নতুন এ সিদ্ধান্ত ছাড়া ঋণ অবলোপনের অন্যান্য শর্ত একই রেখে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আর গত জুনে আরেক সার্কুলার দিয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়ে বলেছিল, জাল-জালিয়াতি বা প্রতারণা ও অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে বিতরণকৃত ঋণ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তা নিষ্পত্তি হলেই কেবল অবলোপন করা যাবে।

২০০৩ সাল থেকে ব্যাংকগুলোকে ঋণ অবলোপনের সুযোগ দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে দেশে খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি।

আর ২০০৩ সাল থেকে এ পর্যন্ত অবলোপন করা হয়েছে প্রায় ৫৮ হাজার কোটি টাকার ঋণ, যা ব্যাংক খাতে খেলাপি হওয়ার ঋণের ৫১ শতাংশের মত।

আরও পড়ুন: ৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ, ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

কিছু অর্থ আদায়ের পর অবলোপন করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় ৪৪ হাজার কোটি টাকায়। গত জুন মাসের পর এর পরিমাণ আরও বেড়েছে।

আগে পাঁচ বছর না হওয়া পর্যন্ত কোনো ঋণকে অবলোপন করা যেত না। ২০১৯ সালে সে নিয়ম পরিবর্তন করে সময় কমিয়ে তিন বছর করা হয়।


একাত্তর/এসজে
খেলাপি ঋণ বৃদ্ধিতে আগের সব রেকর্ড ভেঙে গেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংক খাতের খেলাপি ঋণ প্রায় ৬৬ হাজার কোটি টাকা বেড়ে প্রথমবারের মতো দুই লাখ কোটি টাকা ছাড়িয়েছে।
ইচ্ছে করে ঋণ খেলাপি হওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে উল্টো বছরের পর বছর তাদের নানা সুবিধা দিয়ে সহায়তা করেছে খোদ বাংলাদেশ ব্যাংক। এভাবে ফোকলা করে ফেলা হয়েছে দেশের ব্যাংকিং খাত। তাই খেলাপি ঋণ...
দু’মাস যেতে না যেতেই ভেস্তে যেতে বসেছে দুর্বল আর সবল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া। ঋণ খেলাপিতে ডুবন্ত ন্যাশনাল ব্যাংক অন্য কোনো ব্যাংকের সাথে একীভূত হতে চাইছে না।
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ এখন এক লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা। যা আগের প্রান্তিকের চেয়ে ৬৪২ কোটি টাকা কম। আর এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার কোটি টাকা।
সম্প্রতি এলাকায় শতাধিক গাড়ির বহর নিয়ে রাজনৈতিক শোভাযাত্রা করায় তাসনিম জারার আহবান করা ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ বছরে রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি...
এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত