রমজানে চালের জন্য মানুষ বিব্রতকর পরিস্থিতিতে পরবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, এখন রেকর্ড চালের মজুদ আছে সরকারের কাছে।
রমজান ও ঈদকে ঘিরে এক কোটি পরিবারকে বিনা পয়সায় ১০ কেজি করে ভিজিএফের আওতায় চাল দেয়ার পরিকল্পনা আছে সরকারের বলে জানান তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিং এ তিনি বলেন, চালের সংগ্রহ ও মজুদ ভালো। তবে ধান সংগ্রহে এবার সরকার জোর দিচ্ছে না। কেননা বেসরকারি মালিকদের কাছ থেকে তারা ভালো মূল্য পাচ্ছে।
তিনি আরও বলেন, ডলারের দাম ও উৎপাদন খরচ মিলিয়ে চালের দাম যে নিয়ন্ত্রণে আছে এটাই বড় সাফল্য। দামের কারণে দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসুচী আছে। আর মধ্যবিত্তদের ৫০ ভাগই ওএমএসে চাল নিচ্ছে।
আরও পড়ুন: রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে আবার উৎপাদন শুরু
বৈশ্বিক সংকট থাকলেও আমনের ভালো ফলন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বোরোতেও ভালো ফলন হবে। তাহলে খাদ্য নিয়ে সংকট থাকবে না।
মন্ত্রী জানান, ওএমএস কার্যক্রম চলবে। ওএমএসে চাল ৩০ টাকা ও আটা ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
খাদ্যবান্ধব্য কর্মসুচিতে আরও কম দামে ১৫ টাকা করে ৩০ কেজি চাল দেয়া হবে ৫০ লাখ পরিবারকে।
একাত্তর/আরবিএস