চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি থেকে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কাটছাঁট করছে সরকার।
বুধবার (১ মার্চ) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠকে সংশোধিত এই এডিপি অনুমোদন করা হয়। এ সময় দেশের আয় বৃদ্ধিসহ কর্মসংস্থান সৃষ্টি হয় এমন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
দেশের সবচেয়ে বড় প্রকল্প রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সরকার বরাদ্দ ছিলো ১৩ হাজার ৩৯৫ কোটি টাকা। কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের বাস্তবতায় মাঝপথে তা কাটছাঁট করে ১১ হাজার ১৩৯ কোটি টাকায় নামিয়ে এনেছে সরকার। বরাদ্দ কমানো হচ্ছে মূলত বিদেশী সহায়তা থেকে।
এমন একাধিক মেগা প্রকল্পসহ আরও কিছু প্রকল্পের জন্য বরাদ্দ কাটছাঁট করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংশোধন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাড়ে ১৮ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপির আকার অনুমোদন হয় ২ লাখ ২৭ হাজার কোটি টাকা।
সংশোধিত এডিপিতে এবারও সবোর্চ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বললেন, দেশে আয় ও কর্মসংস্থান বাড়ে এমন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সংশোধিত এডিপিতে অর্থ বরাদ্দ বেড়েছে ২১টি মন্ত্রনালয়ে, আর কমেছে ৩৭টি মন্ত্রনালয়ে। এডিপিতে থাকা ১৬২৭টি প্রকল্পের মধ্যে এই বছরের মধ্যেই ৩৪৩টি প্রকল্প শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
একাত্তর/এআর