শ্রমিক অসন্তোষের কথা বলে ঈদে বেতন বোনাস পরিশোধের জন্য সরকারের কাছে প্রণোদনা চাইলো নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ।
অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক চিঠিতে সংগঠনটি বলেছে, বেতন বোনাস পরিশোধের জন্য প্রণোদনার এক হাজার পাঁচশো কোটি টাকা ছাড় করা প্রয়োজন।
ঈদের আগেই বেতন বোনাসসহ অন্যান্য বকেয়া পাবার প্রত্যাশা করছেন নিট খাতের গার্মেন্টস কর্মী ইয়াসমিন। তারা বলছেন, প্রতি বছর ঈদের আগেই মালিকপক্ষ বোনাস দিয়ে দেয়।
তবে শ্রমিকদের বেতন বোনাস দেয়া নিয়ে শঙ্কায় আছে মালিকদের সংগঠন বিকেএমইএ। নিট পোশাক খাতের প্রণোদনার চতুর্থ কিস্তির দেড় হাজার কোটি টাকা ছাড় চাইছেন তারা।
এরিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংগঠনটি। তারা বলছে, এই টাকা না পেলে সময়মতো শ্রমিকদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে না।
চিঠিতে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি বিরূপ পরিস্থিতিতে পড়েছে। টিকে থাকার এই সংগ্রামে বাংলাদেশের রপ্তানিখাতও একটি চ্যালেঞ্জিং সময় পার করছে।
চলমান বৈশ্বিক মন্দার কারণে বেশিরভাগ কারখানায় পর্যাপ্ত কার্যাদেশ না থাকায় উৎপাদন চলছে ৫০ থেকে ৬০ শতাংশ ক্ষমতায়। শ্রমিকদের বেতন পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।
চিঠিতে আরো বলা হয়, চলতি মাসে বেতন ও ঈদ বোনাস দেয়া নিয়ে ব্যাপক চাপ রয়েছে। এ পরিস্থিতিতে সরকার ও অর্থ বিভাগের সহযোগিতা ছাড়া এই চাপ সামলানো খুব কঠিন হবে।
আরও পড়ুন: গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়রের দুর্নীতির তথ্য নিচ্ছে দুদক
তবে শ্রমিক নেতাদের প্রশ্ন প্রতি বছরই মালিকরা নতুন বিনিয়োগ করছেন। তাদের ব্যবসাও বড় হচ্ছে। উদাসীনতা কেবল শ্রমিকদের বেতন বোনাস নিয়ে।
দীর্ঘ চার দশকের পোশাক খাত কেনো এখনও বেতন বোনাস পরিশোধের সক্ষমতা অর্জন করলো না- সেই প্রশ্নও শ্রমিক নেতাদের।
একাত্তর/আরএ