২ হাজার ২৬৮ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ৫৮ মামলার চার্জশিটভুক্ত আসামি বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু দেশেই আছেন। তবে তার অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি দুদক। বাচ্চু যেন বিদেশে পালাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে সংস্থাটি।
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। ব্যাংকটির ২ হাজার ২শ ৬৮ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা ৫৮টি মামলার চার্জশীটভুক্ত আসামী তিনি।
প্রায় ১০ বছর তদন্ত শেষে সম্প্রতি বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের ৫৯টি মামলার চার্জশীট দাখিল করে দুদক। মাত্র একটি মামলা ছাড়া ৫৮ মামলাতেই আসামী করা হয় ব্যাংকের সাবেক এই চেয়ারম্যানকে।
কোথায় আছেন বহুল আলোচিত আব্দুল হাই বাচ্চু এ বিষয়ে এখনও স্পষ্ট কোন তথ্য নেই দুদকের কাছে।
পাসপোর্টের তথ্য মতে, আব্দুল হাই বাচ্চু পুরো নাম শেখ আব্দুল হাই বাচ্চু। তার জন্ম ১৫ ডিসেম্বর ১৯৫৬। জাতীয় পরিচয়পত্র অনুযায়ি তার পাসপোর্ট নম্বর B00023728। এই পাসপোর্টে বাচ্চু সবশেষ বিদেশে যান গেলো ৫ এপ্রিল। কানাডার টরোন্টে থেকে তিনি দেশে ফেরেন ৮ জুন। এরপর তার ইমিগ্রেশন পার হওয়ার আর কোনো রেকর্ড নেই। অর্থাৎ ৮ জুনের পর থেকেই তিনি দেশেই আছেন।
আব্দুল হাই বাচ্চু যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইমিগ্রেশন কতৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে দুদক।
একাত্তর/এআর