বেশ কিছু সংশোধনীসহ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থবিল ২০২৩-২৪ পাস করা হয়েছে।
রোববার বাজেটের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী কামালের সমাপনী বক্তব্যের পর অর্থবিল-২০২৩ সংসদে পাসের জন্য উত্থাপন করা হয়। পরে তা কণ্ঠভোটে পাস করা হয়।
অর্থবিলে জাতীয় সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয় খাতসহ বিভিন্ন খাতের অনুকূলে বিভিন্ন পরিমাণের টাকা মঞ্জুর করা হয়েছে।
তার মধ্যে জাতীয় সংসদ খাতে রাষ্ট্রপতির অনুকূলে দুই কোটি টাকা, প্রধানমন্ত্রী কার্যালয় খাতে রাষ্ট্রপতিকে চার হাজার ৪৫২ কোটি টাকা, মন্ত্রিপরিষদ বিভাগ খাতে ১১০ কোটি ৯১ লাখ টাকা, নির্বাচন কমিশন সচিবালয়ে খাতে উন্নয়ন ব্যয়ের জন্য ২৮২ কোটি ৪৫ লাখ টাকা, জনপ্রশাসন মন্ত্রণালয় খাতে চার হাজার ৬৪২ কোটি ১১ লাখ টাকা মঞ্জুর করা হয়েছে।
আরও পড়ুন: রিটার্ন দাখিলে নূন্যতম ২০০০ টাকা কর দিতে হবে না
এছাড়া কর্ম কমিশন খাতে ৩০ কোটি টাকা, অর্থবিভাগ খাতে এক লাখ ৫৮ হাজার ২৪০ কোটি টাকা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খাতে ৩ হাজার ৪৯৫ কোটি টাকা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতের পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহে দুই হাজার ৯৪৮ কোটি টাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ খাতে ৭৯৩ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
একাত্তর/এসি