সেকশন

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 

সংসদে পাশ হলো বাজেট

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৩:৪৩ পিএম

বেশ কিছু সংশোধনীসহ নতুন অর্থবছরের (২০২৩-২৪) বাজেট পাশ হয়েছে। সোমবার সংসদে কণ্ঠভোটে পাশ হয় বাজেট। রাষ্ট্রপতির সম্মতি সাপেক্ষে নির্দিষ্টকরণ আইন গেজেট আকারে প্রকাশিত হওয়ার পর আগামী পহেলা জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। 

বাজেট প্রস্তাবনা চূড়ান্ত করার দিনে বাণিজ্য মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবে অংশ নিয়ে, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে বাণিজ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। 

গত পহেলা জুন সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখ’ শিরোনামের এ বাজেট নিয়ে সংসদে দীর্ঘ আলোচনা হয়। এরিমধ্যে অর্থবিল পাসের মাধ্যমে প্রস্তাবিত বাজেটে কর কাঠামো পরিবর্তনে অনুমোদন দিয়েছে সংসদ। 

তাই সোমবার সকালে অধিবেশন শুরু হয় বিভিন্ন খাতে মঞ্জুরি ও বরাদ্দের দাবি দিয়ে। একে একে সরকারের ৫৯টি দপ্তর ও বিভাগের জন্য, নতুন অর্থবছরে কত টাকা দরকার, সেই দাবি তুলে ধরেন মন্ত্রীরা। 

মঞ্জুরি ও বরাদ্দ দাবির ওপর ৫০২টি ছাঁটাই প্রস্তাব আসে। যদিও তার সবগুলোই সংসদে কণ্ঠ ভোটের মাধ্যমে নাকচ হয়ে যায় । এর মাঝেই নিজেদের মন্ত্রণালয় নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের সমালোচনার মুখে পড়েন মন্ত্রীরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে তোপের মুখে পড়েন বাণিজ্যমন্ত্রী।

এমন সব সমালোচনার জবাবও দেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এরপরই নতুন অর্থবছরে, সরকারের টাকা খরচের অনুমোদন চেয়ে, সংসদে নির্দিষ্টকরণ আইন ২০২৩ তোলেন অর্থমন্ত্রী। 

কন্ঠভোটে সবার সম্মতিতে এই আইন অনুমোদনের সাথে সাথে, ২০২৩-২৪ অর্থবছরের জন্য পাস হয়ে যায় ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট। যেখানে রাজস্ব আয় ধরা হয়েছে, ৫ লাখ কোটি টাকা। সেই হিসেবে ঘাটতি থাকছে, ২ লাখ ৬১ হাজার কোটি টাকার মতো। 


একাত্তর/আরবি 

জাতীয় বাজেট পর্যালোচনা করতে গিয়ে সিপিডি আরো বলছে, মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, তা উচ্চাভিলাষীও।
বাজেট আসলে সাধারণ মানুষের একটাই প্রশ্ন কোন পণ্যের দাম বাড়ছে বা কমছে। সরকারের রাজস্ব পরিকল্পনায় বিভিন্ন পণ্য শুল্ক বা কর বাড়ানোর প্রভাবে এবারো বাড়ছে বেশ কিছু পণ্যের দাম। 
৫৪ বছরের বাংলাদেশে এবার ঘোষিত হতে যাচ্ছে ৫৪তম বাজেট। এরমধ্যে ১০টি বাজেট ঘোষণা হয় কোনো সংসদ ছাড়া। সেই হিসেবে এটি হতে যাচ্ছে সংসদহীন এগারোতম বাজেট।
আগামীকাল সোমবার (২ জুন) জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার (১৩ জুন) সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
ইসরাইলের চালানো একাধিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার বিকাল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) জরুরি বৈঠকে বসবে বলে জানিয়েছে চলতি মাসে পরিষদে সভাপতিত্বকারী দেশ গায়ানা।
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত