সেকশন

শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
 

অগ্রগতি যুক্তরাষ্ট্রকে জানানো হবে: বাণিজ্য সচিব

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১৭ পিএম

দেশের শ্রম আইন ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আইনে যেসব পরিবর্তন আনার মাধ্যমে শ্রম অধিকারের যে অগ্রগতি হয়েছে তা যুক্তরাষ্ট্রকে অবহিত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের একথা বলেন তিনি। বাণিজ্য সচিব বলেন, সম্প্রতি বাংলাদেশের শ্রম আইন সংশোধন করা হয়েছে। সংশোধনী আনা হয়েছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আইনেও।

এসব পরিবর্তনে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিলো বলে উল্লেখ করেন তিনি। তপন কান্তি বলেন, তাদের চাওয়াগুলো পূরণ করার জন্য এসব সংস্কার এনেছিলাম।

তিনি জানান, শ্রম আইনে তিনবার পরিবর্তনসহ গত ১০ বছরে অনেক সংস্কার আনা হয়েছে। ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে চারবার। আর শিল্পের কর্মপরিবেশ ও শ্রম অধিকারের ক্ষেত্রেও আমরা ভালো অবস্থানে আছি।

‘শ্রম আইনের সংশোধন ও বেজা আইনের সংস্কারের মাধ্যমে শ্রম অধিকারের যথেষ্ট অগ্রগতি হয়েছে। শিগগিরই মার্কিন যুক্তরাষ্ট্রের চিঠির জবাবে এই অগ্রগতি তাদের জানানো হবে,’ বলেন বাণিজ্য সচিব। তিনি যোগ করেন, ‘তাই বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মত কোন পরিস্থিতি নেই।’

তপন কান্তি বলেন, ন্যূনতম মজুরি ঘোষণা হয়েছে। জানুয়ারি থেকে কার্যকর হবে। তাছাড়া কীভাবে শ্রমিক কল্যাণ আরো বাড়ানো যায় সে লক্ষ্যে সরকার কাজ করছে।

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য বিষয়ক মিনিস্টার সেলিম রেজার লেখা একটি চিঠি ২০ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো হয়েছে।

যেখানে বলা হয়, বিশ্বব্যাপী শ্রমিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি যে স্মারকটি ঘোষণা করেছেন, বাংলাদেশ তার লক্ষ্যবস্তু হতে পারে এবং শ্রমিক অধিকার লঙ্ঘিত হলে এই নীতি ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের ওপর আরোপের সুযোগ রয়েছে।

তবে বাংলাদেশকে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই বলে এর আগে মন্তব্য তপন কান্তি ঘোষ।

এদিন বাণিজ্য সচিব বলেন, কারও দয়ায় নয়, পণ্যের গুণগত মান, আন্তর্জাতিক চাহিদা ও শ্রমিক অধিকার রক্ষা করেই তৈরি পোশাক রপ্তানি করছে বাংলাদেশ।

ইউরোপীয় ইউনিয়নের  দ্বিবার্ষিক মূল্যায়ন রিপোর্টে অনুযায়ী, বাংলাদেশের শ্রম আইনে ও শ্রম অধিকারের বিষয়গুলোতে বেশ কিছু প্রতিপালিত হয়েছে বলে জানান তিনি। তপন কান্তি বলেন, তবে তারা চায় আরও অগ্রগতি হোক।

এর আগে বাণিজ্য সচিব জানান, বাংলাদেশের পণ্য ইউরোপীয় ইউনিয়নে শুল্কমুক্ত সুবিধা পেলেও যুক্তরাষ্ট্রের বাজারে ১৫ শতাংশের বেশি শুল্ক দিয়ে রপ্তানি হয়। 
এদিন তিনি বলেন, যথেষ্ট ডিউটি দিয়েই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে আসছে বাংলাদেশ। 

আরবি 
পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়)। এই আলোচনা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে।
বাংলাদেশ সেমিকন্ডাক্টর খাতে অনেক পিছিয়ে আছে উল্লেখ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এই শিল্প...
রপ্তানি বহুমুখীকরণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা থাকবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা চাচ্ছি, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যেন নরমাল ট্রেড হয়।
তুলা ও সয়াবিনের মতো অনেক পণ্যই বিনা শুল্ক, অথবা নামে মাত্র শুল্কে আমদানি করে বাংলাদেশ। কিন্তু যুক্তরাষ্ট্রের গুটি কয়েক পণ্যে ৭৪ শতাংশ আমদানি শুল্ক আরোপই বাংলাদেশের জন্য কাল হয়েছে বলে মনে করছেন...
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, একদল গরু চোরাকারবারিকে বাধা দিলে তার ইট-পাটকেল ছোড়ে। এতে বিএসএফ প্রথম সাউন্ড গ্রেনেড ও পরে...
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লালচাঁদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। নিজেদের মধ‍্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে বলে...
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদকে অর্নিদিষ্টকালের ছুটি পাঠানো হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত