সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম বাড়ছে: প্রতিমন্ত্রী

RfgdV

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২০ পিএম

ভর্তুকি কমাতে এবং বেড়ে যাওয়া জ্বালানির দামের সঙ্গে সমন্বয় করতেই আগামী পহেলা মার্চ থেকে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। নসরুল হামিদ বলেন, সরকারের ভর্তুকি কমাতে তিন বছরে দাম সমন্বয় করা হবে।

‘এবার ৩৪ পয়সা দিয়ে সমন্বয় শুরু করছি। ৭০ পয়সা পর্যন্ত করা হবে। মার্চ থেকে হবে কার্যকর,’ বলেন তিনি।

আর নতুন দামের গেজেট মঙ্গলবারই প্রকাশ হতে পারে বলেও জানান তিনি। বলেন, গ্যাসের দামও বাড়ছে। তবে বাসাবাড়ির গ্রাহক ও শিল্প পর্যায়ে এখন দাম বাড়বে না। শুধু বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গ্যাসের দাম বাড়তে পারে।

নসরুল হামিদ বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় কয়লার দাম বেড়েছে। জ্বালানির দামের সঙ্গে বিদ্যুতের দাম সমন্বয় করতে হয়। গোটা পৃথিবীতেই তাই হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) প্রধান নির্বাহী হানি সেলেম সনবলের সঙ্গে বৈঠক হয় প্রতিমন্ত্রীর।

আইটিএফসি প্রধান নির্বাহী বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা সন্তোষজনক। জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অবকাঠামোর পাশাপাশি নতুন খাতেও আইটিএফসি সহায়তা করবে।

এদিকে আইটিএফসির প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকে এলএনজি ও জ্বালানি তেল কেনার বিষয়ে অর্থায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

আরবি
মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে এক টাকা কমানো হয়েছে। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রকৃত ব্যয় ও লুণ্ঠনমূলক ব্যয়ের পরিমাণ অবিলম্বে নির্ধারণ করে জড়িতদের শাস্তির আওতার দাবি জানিয়েছেন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-...
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর গেলো তিন মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত