সেকশন

শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
 

উন্নয়ন বরাদ্দ কমলো ১৮ হাজার কোটি টাকা

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০২:২৪ পিএম

চলতি (২০২৩-২৪) অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ কমানো হয়েছে। সংশোধন করে ১৮ হাজার কোটি টাকা কমানোর ফলে বর্তমানে এডিপির আকার দাড়িয়েছে দুই লাখ ৪৫ হাজার কোটি টাকা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপির অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন এসইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বেশ কিছু কারণে রাজস্ব আদায় কম হওয়ায় এডিপির ব্যয় বরাদ্দ কমানো হয়েছে। 

তিনি বলেন, দ্রুত শেষ হবে এমন প্রকল্পে অগ্রাধিকার দিয়ে অর্থ বরাদ্দ দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমাতেও নির্দেশ দিয়েছেন।

এছাড়া চলতি অর্থবছরের মধ্যেই নির্ধারিত ৩৩০টি প্রকল্প বাস্তবায়ন শেষ করতেও প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী। 

চলতি অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। প্রথম সাত মাস অর্থাৎ গত জানুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়ন হয়েছে ৭৪ হাজার ৪৬৪ কোটি টাকা বা ২৭ দশমিক ১১ শতাংশ।

গত ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ছিলো বরাদ্দের মাত্র ২২ দশমিক ৪৮ শতাংশ, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন বলে সংশ্লিষ্টরা জানান। 

আরবি
আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য দুই লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।
বৃষ্টির কারণে জুন আর জুলাই মাসে কোনো প্রকল্প না নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী অর্থবছরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ খাতে প্রায় ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। যা চলতি অর্থ বছরের তুলনায় সাড়ে তিন হাজার কোটি টাকা বেশি।
দেশের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১২ জুন ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় ২৬০ জন নিহত হন। এই ঘটনায় বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জন এবং মাটিতে ১৯ জন মারা যান।
কুমিল্লায় একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, একদল গরু চোরাকারবারিকে বাধা দিলে তার ইট-পাটকেল ছোড়ে। এতে বিএসএফ প্রথম সাউন্ড গ্রেনেড ও পরে...
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লালচাঁদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত