সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
 

এক্সিমে থাকতে পারবেন না পদ্মার পরিচালকরা

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০২:০৮ পিএম

দেশের অন্যতম দুর্বল ব্যাংক পদ্মাকে একীভূত করার চুক্তি করেছে শরিয়াভিত্তিক এক্সিম ব্যাংক। তবে দুই ব্যাংক এক হলেও পদ্মার কোনো পরিচালক এক্সিমে পরিচালক হিসেবে থাকতে পারবেন না বলে জানিয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষ।

সোমবার বাংলাদেশ ব্যাংকে এক্সিম ও পদ্মা ব্যাংক একীভূতকরণ চুক্তি হয়। এসময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও পদ্মা ব্যাংকের চেয়ারম্যান আফজাল করিমও উপস্থিত ছিলেন।

চুক্তি শেষে নজরুল ইসলাম মজুমদার বলেন, আগামীকাল থেকে আর পদ্মা ব্যাংক থাকছে না। আগামী এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের সাইনবোর্ড পাল্টে এক্সিম ব্যাংক হয়ে যাবে।

‘একীভূত হলেও কোনো কেউ চাকরি হারাবেন না। তবে পদ্মা ব্যাংকের পরিচালকরা এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না। সেখানে এক্সিম ব্যাংকের পরিচালকরাই থাকবেন,’ যোগ করেন তিনি।

শরিয়ার ভিত্তিতে পরিচালিত এক্সিমে সঙ্গে পদ্মার একীভূত হওয়ার আনুষ্ঠানিক সম্মতি আসে গত বৃহস্পতিবার। দুর্বল ব্যাংক একীভূত করতে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের পর দুটি ব্যাংকের একীভূত হওয়ার এটিই প্রথম সিদ্ধান্ত।

খেলাপি ঋণসহ নানা কেলেঙ্কারিতে বছরের পর বছর ধরে দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে বেশ কিছু ব্যাংক। এসব ব্যাংক এখন দেশের পুরো ব্যাংক খাতের জন্য সমস্যা হয়ে ওঠায় একীভূতকরণ বা মার্জারের বিষয়টি আর্থিক খাতের সংস্কারের আলোচনায় অগ্রাধিকার পাচ্ছে।

নজরুল ইসলাম মজুমদার বলেন, যে ব্যাংকটি দুর্বল (পদ্মা), তারা সবল ব্যাংকের (এক্সিম) সঙ্গে আর বসবেন না। যেহেতু এক্সিম পদ্মাকে মার্জ করেছে। তবে ব্যবস্থাপনা পরিচালক বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। তারা দুজনই ডায়নামিক।

খেলাপি ঋণ ও সরকারের কাছে বিপুল দেনায় ডুবে রয়েছে পদ্মা ব্যাংক। আমানতকারীদের অর্থও অনেক সময় তারা ফেরত দিতে পারেনি।

মজুমদার বলেন, যেহেতু পদ্মাকে মার্জ করা হলো, এর ফলে পদ্মা ব্যাংকের সব দায়-দেনা এখন এক্সিম ব্যাংক নিয়ে নিয়েছে। তাছাড়া দুই ব্যাংকের সম্পদও আছে।

এক্সিম শরিয়াভিত্তিক ব্যাংক হওয়ায় এখন থেকে পদ্মাও শরিয়াভিত্তিতেই পরিচালিত হবে বলেও জানান তিনি।

চুক্তি শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, আজ থেকে পদ্মা ব্যাংকের দায় দেনা, সম্পদ, লোকবল- সবই এখন এক্সিম ব্যাংকের। আর পদ্মা ব্যাংকের ঋণ খেলাপিরা ছাড় পাবে না। 

দ্রুততম সময়ের মধ্যে দুই ব্যাংকের সম্পূর্ণ একীভূতকরণের আইনি প্রক্রিয়া শেষ হবে বলে জানান তিনি। 

আরবি
এক্সিম ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম স্বপন। আগামী দুই বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।
বেসরকারি এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার নতুন করে পাঁচ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
একীভূত হতে রাষ্ট্রায়ত্ত সোনালী ও বিডিবিএল ব্যাংক সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে।
দু’মাস যেতে না যেতেই ভেস্তে যেতে বসেছে দুর্বল আর সবল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া। ঋণ খেলাপিতে ডুবন্ত ন্যাশনাল ব্যাংক অন্য কোনো ব্যাংকের সাথে একীভূত হতে চাইছে না।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। তার দাবি,...
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে টাকা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ওই থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন লিখিত আবেদনের সঙ্গে দেওয়া টাকা নিয়ে বলছেন, ‘কম টাকা...
এদিকে সরকার আন্তরিক হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মনে করে দলটি। কিন্তু নির্বাচন কেন দিতে দেরি হচ্ছে তার কোনো উত্তর পাচ্ছে না বিএনপি। দলের নেতারা বলছেন, সংস্কার শেষে নির্বাচন বিলম্বিত করার...
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া) উপদ্রব বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, গত দুই সপ্তাহে সাপটির দংশনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চার কৃষক। বর্তমানে মাঠে যেতেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত