সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
 

দুই জটিলতায় রপ্তানি কম ভুটানে

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০১:৫৪ পিএম

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং পর্যটন নির্ভর প্রতিবেশী দেশ ভুটানে, শিল্পায়ন তুলনামূলক কম। চাহিদার বেশিরভাগ পণ্যের জোগান হয় আমদানি থেকে। তবুও সম্ভাবনাময় বাজারটি থেকে বাংলাদেশের আমদানি বেশি, রপ্তানি কম।

ব্যবসায়ীরা বলছেন, ভুটানে পণ্য রপ্তানি করতে হয় ভারত হয়ে, যা একটি বড় সমস্যা। সেই সাথে আছে পণ্যের নিবন্ধন ও ভিসা জটিলতা।

হিমালয়ের পাদদেশে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ভুটান। প্রাকৃতিক সম্পদেও পরিপূর্ণ এই দেশ। তবে ছোট এই দেশটিতে জনসংখ্যা খুবই কম। এর অর্থনীতি অনেকটাই নির্ভরশীল ফল উৎপাদন ও রপ্তানি আর পর্যটন শিল্পের ওপর।

সার্কভুক্ত দেশ ভুটানে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের সিংহভাগই প্রসাধনী এবং জুস বিস্কুট, স্ন্যাক্স ও কনফেকশনারি পণ্য। রপ্তানিকারকরা বলছেন ভুটানে বাংলাদেশি পণ্যের চাহিদা অনেক তবে বিজনেস ভিসার জটিলতা ও পণ্য নিবন্ধনসহ অনেক বাধাও বিদ্যমান।

প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা জানান, ভুটানে খাদ্যপণ্য রপ্তানি করতে হলে প্রতিটা পণ্য আগে রেজিস্ট্রেশন করতে হয়। যা অনেক সময় সাপেক্ষ।

ভুটানে গেলো অর্থবছরে বাংলাদেশ রপ্তানি করে আয় ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য। বিপরীতে আমদানি হয় ৩ কোটি ৭০ লাখ ডলারের পণ্য। অর্থাৎ বাংলাদেশে দিকে বাণিজ্য ঘাটতি ১ কোটি ৫০ লাখ ডলার।

আমদানি-রপ্তানি কার্গো সেবাদানকারী নভো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান বলছেন, ভারতে ট্রানজিট হয়ে ভুটানে বাংলাদেশ থেকে ইলেকট্রনিক্স ও ভারী পণ্য পরিবহনে এখনো অনেক বাধার স্বীকার হতে হয়।

তিনি বলেন, বড় বড় জিনিস আনার ট্রানজিট ভারত দেয় না। আমরা তা নিয়েও ভোগান্তিতে পড়ি।

সার্ক চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন বলছেন, ইইউ ও আসিয়ানসহ বিভিন্ন আঞ্চলিক জোটের অন্তর্বাণিজ্যের তুলনায় সার্কের অন্তর্বাণিজ্য অনেক খুবই দুর্বল। বাংলাদেশ-ভুটানের বাণিজ্য এরই আরেকটি উদাহরণ মাত্র।

তবে তার মতে যোগাযোগ ও ট্রানজিট আরো সহজ হলে ভারতের অবকাঠামো ব্যবহার করে ভুটান থেকে স্বল্পমূল্যে বিদ্যুৎ আমদানি এবং বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিসহ বাণিজ্য আরও অনেক বাড়ানো সম্ভব।

একাত্তর/আরএ
আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-কর অনলাইনে স্বয়ংক্রিয় চালানের (এ চালান) মাধ্যমে জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আসছে বাজেটে সামরিক অস্ত্র, জেট ইঞ্জিন, বিমান-মেডিকেল-কৃষি যন্ত্রপাতিসহ প্রায় শত পণ্যের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনা হচ্ছে।
ভোক্তা এবং ব্যবসায়ীদের স্বার্থে ভারত ও বাংলাদেশের মধ্যকার ব্যবসা চলমান থাকবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভারতের পদক্ষেপের বিষয়ে আমরা এখনও অফিসিয়ালি কিছু জানি না।
পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারতে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের যুদ্ধের জেরে ঢাকার শেয়ারবাজারে বড়...
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তিন দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি-প্রকৃতি...
অনিয়মের অভিযোগে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৬ জনসহ মোট ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 
বিগত সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্যার’ সম্বোধন করার যে নির্দেশনা ছিলো তা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। নির্দেশনা থাকায় অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন...
জুলাই অভ্যুত্থানের মহত্ত্ব ও গুরুত্বকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যথাযথ মর্যাদা দেয়। কিন্তু জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত