সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

হঠাৎ বেড়েছে চালের দাম

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৯:৪৮ এএম

হঠাৎ করেই বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে দেশের চিকন ও মোটা সব ধরনের চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে বলে জানিয়েছে সরকারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এদিকে দেশের বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরেও সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে। ধান সঙ্কটের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন মিলাররা।

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস ভোক্তাদের। তার ওপর আবারো চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে তারা। তাই ক্রেতারা বলছেন, চালের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি চালাতে হবে।

টিসিবির হিসাবে, এক সপ্তাহ আগে নাজির ও মিনিকেটের মতো সরু চালের কেজি ছিলো ৬২ থেকে ৭৫ টাকা। বুধবার তা বেড়ে হয়েছে ৬৫ থেকে ৭৬ টাকা।

৫২ থেকে ৫৬ টাকা কেজির পাইজাম ও লতা চাল বেড়ে হয়েছে ৫৪ থেকে ৫৬ টাকা।

আর স্বর্ণা ও চায়না ইরির মতো মোটা চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা, যা সপ্তাহখানেক আগে ছিলো ৪৮ থেকে ৫২ টাকা।    

দেশের অন্যতম বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে সরকারের বেঁধে দেয়া দামেই চাল বিক্রি হচ্ছিল। কিন্তু মাস খানেক যেতে না যেতেই চালের দাম বাড়ানো শুরু করেছে ব্যবসায়ীরা।

খাজানগরের বড় কয়েকটি অটো রাইস মিলের মালিকদের হঠাৎ চালের দাম বৃদ্ধি কারণ জানতে চাওয়া হলে তারা বলেন, বাজারে পর্যাপ্ত ধান পাওয়া যাচ্ছে না। যেটুকু পাওয়া যাচ্ছে, তাও কিনতে হচ্ছে বেশি দামে। তাই চাল উৎপাদনের খরচও বেড়ে গেছে।

কুষ্টিয়ার বাজার তদারকি কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং চালু আছে।

আর বাড়তি দামে চাল বিক্রি করায় এর আগেও কয়েকটি মিল মালিককে জরিমানা করা হয়েছে বলে মনে করিয়ে দেন তিনি।

বাজার মনিটরিং কর্মকর্তার সঙ্গে সুর মিলিয়ে খুচরা ব্যবসায়ীরা বলছে, আগামীতে চালের দাম আরো বাড়তে পারে।

তাই এখনই বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠবে বলে মনে করছেন খুচরা ব্যবসায়ীরা।

আরবি
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। একদিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম তিন হাজার ৬৬২ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৭৪ হাজার ৯৪৮...
কমানোর ঘোষণা দেওয়ার দুই দিন পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম)...
একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে পাঁচ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৭...
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় চার হাজার ৭১৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭২...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন,...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর...
শেরপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর একটি মৎস্য খামারের পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশু দুটির গায়ের পোশাক এখনও পাওয়া যায়নি। 
সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চার জনকে আশঙ্কাজনকভাবে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত