ভারত থেকে আমদানি করা পেঁয়াজ রোববার রাতেই বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেছেন, আমরা আমদানির জন্য অনুমতি দেওয়ার পর যারা এলসি খুলেছিলো তাদের প্রথম চালানের পেঁয়াজ আজ রাতে ট্রেনে করে আসবে।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ভারতীয় পেঁয়াজ টিসিবির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের খোলা বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
এর ফলে খোলাবাজারে পেঁয়াজের দাম আরো কমবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।
তিনি জানান, পর্যায়ক্রমে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসবে বলেও জানান তিনি।
এদিকে দেশে ভোজ্য তেল ও চিনির পর্যাপ্ত মজুদ থাকায় এই পণ্যের দাম বাজারে আর বাড়বে না বলেও জানিয়েছেন টিটু।
বলেন, প্রথম রমজানের পর যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছিলো, তা বেশ খানিকটা কমেছে।