সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

বাংলাদেশের চ্যালেঞ্জ মূল্যস্ফীতি, কমবে প্রবৃদ্ধি: বিশ্বব্যাংক

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০১:৪৯ পিএম

প্রায় দুই অঙ্কের কাছে পৌঁছানো মূল্যস্ফীতির হার কমানোই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে বৈশ্বিক ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক।

একই সঙ্গে চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির হার কমে পাঁচ দশমিক ছয় শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের বিশ্বব্যাংক কার্যালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন প্রকাশ করে এসব কথা বলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লায়ে সেক।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে ভোগাচ্ছে ব্যালেন্স অব পেমেন্ট সমস্যা এবং ব্যাংকিংসহ আর্থিক খাতের দুর্বলতা। এ কারণে চলতি ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি খানিকটা কমে ৫ দশমিক ৬ শতাংশ হবে।

গত অর্থবছরে (২০২২-২৩) জিডিপি প্রবৃদ্ধি সাত দশমিক পাঁচ শতাংশ প্রাক্কলন করা হলেও বছর শেষে তা হয়েছে পাঁচ দশমিক ৭৮ শতাংশে।

তবে আগের কয়েকবছরে উচ্চহারে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করে বাংলাদেশ। ২০১৮-১৯ অর্থবছরে রেকর্ড আট দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়।

চলতি অর্থবছরে সাত দশমিক ৫০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কিছুটা কমলেও তার পরের বছর বাড়বে।

‘জ্বালানি তেলের মূল্য সমন্বয় পদ্ধতি চালু, রপ্তানির ভর্তুকি কমানোসহ বেশ কিছু সংস্কারের কারণে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে হবে পাঁচ দশমিক সাত শতাংশ,’ বলেন তিনি।

আব্দুল্লায়ে সেক বলেন, ব্যাংকিং খাতসহ বাংলাদেশের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক।

তবে রাজস্ব আদায় বাড়াতে আমদানি নির্ভর শুল্ক আদায় থেকে বেরিয়ে এসে প্রত্যক্ষ কর বাড়ানোর ওপর জোর দেওয়ার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক।

বিশেষ করে ২০২৬ সালে উন্নয়নশীল দেশে পরিণত হতে ট্রেডভিত্তিক রাজস্ব আদায় নির্ভরতা কমানোর বিকল্প নেই বলেও সংস্থাটি মনে করছে।

আরবি
মূল্যস্ফীতি কমানো বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সহনীয় মাত্রায় আসতে আরো তিন মাস সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের মতো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনও (আইএফসি) বাংলাদেশের অর্থনৈতিক খাত সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য...
বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য আগামী ডিসেম্বর থেকেই চীন শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। 
আগামী জুন বাংলাদেশকে মোটা অঙ্কের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এই পরিমাণ দুই থেকে তিন বিলিয়ন ডলার হতে পারে। 
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত