সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

চোরাই পথে আসছে ভারতীয় চিনি, বিক্রি দেশি মোড়কে!

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৫:৩৬ পিএম

চোরাই পথে দেশে আসা ভারতীয় চিনি ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চাইলো বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, চোরাই পথে আসা নিম্নমানের এই চিনি, বাজারে চাহিদার প্রায় ২৫ শতাংশই দখল করেছে। এতে সরকার বছরে প্রায় তিন হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে নিম্নমানের চিনি কিনে প্রতারিত আর নানা রোগে আক্রান্ত হচ্ছেন ক্রেতারা। 

রাজধানীর মৌলভীবাজার থেকেই দেশের মোট চাহিদার প্রায় ৩০ শতাংশ চিনি সরবরাহ হয়। চিনি শোধনাগার ও মিল থেকে চিনি এখানে আসে তারপর যায় বিভিন্ন জেলায়।

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি বলছে চোরাই পথে আনা চিনি কিছু অসাধু লোক দেশীয় ব্র্যান্ডের মোড়কেই বিক্রি করছে, ফলে মৌলভীবাজারে দেশীয় চিনির বিক্রি কমেছে অন্তত ৫০ শতাংশ। 

বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল হাসেম বলেন, সিলেট তামাবিল, নেত্রকোণা, কুমিল্লার আখাউড়া বেল্ট দিয়ে প্রবেশ করে। আমাদের দেশীয় মিলের বস্তা বদলিয়ে বাজারজাত করা হচ্ছে। যার জন্য সাধারণ ভোক্তারা বুঝতে পারছেন না কোনটা ভারতীয় চিনি আর কোনটা আমাদের চিনি।  

এমন অবস্থায় মানহীন ভারতীয় চোরাই চিনির আগ্রাসন ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চেয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।সংগঠনটির দাবি দেশীয় মিলগুলোতেই চাহিদার দ্বিগুণ চিনি উৎপাদন স্বক্ষমতা আছে।। 

সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী বলেন, আমরা যখন কাঁচামাল আনি তখন মান নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা আছে। একটা সিস্টেমের মাধ্যমে আমরা বাজারজাত করি। ভারতীয় চিনিটা যখন অবৈধভাবে আসে সাধারণভাবে এটার মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। আমাদের বাৎসরিক একটা চাহিদা আছে, সেভাবে আমরা বিনিয়োগ করি। ধীরে ধীরে মিলগুলো রুগ্ন হয়ে যাচ্ছে।  

দেশীর চিনির বর্তমান খুচরা বিক্রি মূল্য প্রতি কেজি ১৪০ টাকা। আমদানিতে সরকারকে বিভিন্ন পর্যায়ে পরিশোধের পর প্রতি কেজি চিনিতে শুল্ক ৪০ থেকে ৪২ টাকা। অন্যদিকে চোরাই পথে আসা চিনির শুল্ক নেই তাই দামও কম।জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক এই চেয়ারম্যান বলছেন সমস্যার সমাধান খুঁজতে যথাযথ কর্তৃপক্ষের কাছেই মিল মালিকদের দাবি জানাতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আবদুল মজিদ বলেন, চোরাই পথে আসা চিনি ঠেকানোর দায়িত্ব যার তার কাছেই বলতে হবে।  

দেশে পাঁচটি বড় চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানের দৈনিকই উৎপাদন ক্ষমতা ১৫ হাজার মেট্রিক টন চিনি। যা দেশের মোট চাহিদার দ্বিগুণেরও বেশি। 

আরবিএস
শত বিঘা জমির ওপর নির্মিত কারখানায় তামাক পাতা প্রক্রিয়াজাত করে সাত থেকে আটশ শ্রমিক। সেই তামাক পাতা দিয়ে সিগারেট তৈরির পাশাপাশি বিদেশে রপ্তানি করছে বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ অ্যামেরিকান...
দেশের শীর্ষ অলিগার্কদের ব্যাংক লুট, কর ফাঁকি আর অর্থপাচারের গা শিউরে ওঠা সব বর্ণনা দিলেন দুই আয়কর কমিশনার। চট্টগ্রামভিত্তিক ‘ব্যাংকখেকো’ শিল্পগ্রুপ এস আলমের ব্যাংক লুট বিশ্বের সবচেয়ে বড় স্ক্যাম...
ক্ষতিগ্রস্ত বড় ঋণগ্রহীতার প্রতিষ্ঠানগুলো বাঁচানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ী প্রতিনিধি ও অভিজ্ঞ ব্যাংকারদের নিয়ে গঠন করা হয়েছে নীতি সহায়তা কমিটি।
অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত