স্বর্ণ খাতের উন্নয়নে অসম শুল্কহার সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
একইসঙ্গে জুয়েলারি শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়েছেন সগঠনটির নেতারা। নিজেদের পক্ষে ১৫ দফা বাজেট প্রস্তাবনা দিয়েছেন তারা।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ভারসাম্যহীন শুল্কের কারণে বছরে প্রায় ৭৩ হাজার কোটি টাকার স্বর্ণ চোরাচালান হচ্ছে।
এছাড়া আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে প্রতি ভরি স্বর্ণের দাম আট থেকে দশ হাজার টাকা বেশি।
স্বর্ণ নীতিমালা বাস্তবায়ন, ভারসাম্যহীন শুল্ক কাঠামো সংশোধন ও চোরাচালান রোধে নজরদারি জোরদারের দাবি জানান বাজুস নেতারা।
এছাড়া স্বর্ণ পরিশোধনাগার শিল্প এবং সোনার অলংকারের জন্য আমদানিকৃত কাঁচামাল ও যন্ত্রপাতিতে ১০ বছরের জন্য কর অবকাশের দাবি জানিয়েছে বাজুস।