নতুন করে মূল্যবৃদ্ধির ফলে দেশের বাজারে স্বর্ণের দাম অতীতের সব রেকর্ড ভেঙেছে। এখন থেকে ভালো মানের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা।
রোববার থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
বাজুস জানিয়েছে, প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে এক হাজার ৭৫০ টাকা। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা।
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে এক লাখ ১০ হাজার ৫৭৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪ হাজার ৭৭০ টাকা।
আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম হয়েছে ৭৮ হাজার ৯৬৫ টাকা।
এর আগে সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিলো গত ২২ মার্চ। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৯১৬ টাকা, ২১ ক্যারেট দুই হাজার ৭৪১ টাকা, ১৮ ক্যারেট দুই হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় এক হাজার ৯৮৩ টাকা।