মূল্যস্ফীতি উসকে দেয় এমন কর নির্ধারণ না করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
ভোগ্যপণ্য কিনতে সাধারণ মানুষের যেনো অসুবিধা না হয়, এনবিআরকে এমন কর আরোপের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার ঢাকা রিপোটার্স ইউনিটি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমদানি নির্ভর যে পণ্যগুলি আছে, যেগুলো আমাদের দেশে উৎপাদিত হয় না, সেগুলোর ওপর যদি আমরা যৌক্তিক কর ধার্য না করি, সেই করের ভারটা কিন্তু একেবারে সাধারণ মানুষকে বহন করতে হয়।
বাংলাদেশে প্রস্তুত বেশিরভাগ ভোগ্যপণ্যের কাঁচামালই আমদানি নির্ভর। এসব কাঁচামালের উপর বিভিন্ন হারে কর আদায় করছে এনবিআর, যা যোগ হচ্ছে ভোক্তার পণ্য ক্রয়ের সময়।
আহসানুল ইসলাম টিটু বলেন, কর আহরণ জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্ব। কিন্তু খাদ্যসহ নিত্যপণ্যের কর যেনো ভোক্তার জন্য অস্বস্তিকর না হয় সেটা খেয়াল রাখা জরুরি।
‘ডাটা দিয়ে আমরা তুলে ধরবো, যাতে আমাদের বিভিন্ন সময় কোনো সময় আমাদের ছাড় না চাইতে হয়। সারা বছর যেনো আমরা নিরবচ্ছিন্ন ভাবে পণ্যের সরবরাহ রাখতে পারি,’ যোগ করেন তিনি।
নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাণিজ্য, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের মাঝে সমন্বয় করার কথাও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। বলেন, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করার জন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। তাই আমরা সমন্বয় করেই কাজ করবো।
‘শুধু একটা নতুন গেজেট করলেই হবে যে, এটা নিত্যপ্রয়োজনীয় পণ্য। এ নিয়ে আমরা কাজ করছি,’ জানান আহসানুল ইসলাম।
এদিকে রমজান মাসের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ভোজ্যতেলে পাঁচ শতাংশ কমিয়ে কর নির্ধারণ করেছিলো ১০ শতাংশ। ফলে প্রতি লিটার ভোজ্যতেলের দামও তখন কমেছিলো ১০ টাকা।
কিন্তু রোজার পর ১৫ এপ্রিল থেকে করের হার আবার আগের অবস্থায় ফিরে যাওয়ায় ভোজ্যতেলের দামে বেড়ে যাওয়ার শঙ্কা জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মিলারদের সমিতি।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কী দামে তারা কাঁচামাল আনছে, তার সঙ্গে যৌক্তিক প্রসেসিং ফি ধরেই আমরা একটা দাম নির্ধারণ করে দিবো। আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই।
তিনি বলেন, দাম নিয়ন্ত্রণে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার উপর জোর দেয়া হয়েছে। এছাড়া সীমিত আয়ের মানুষ যেন সারা বছর টিসিবির পণ্য ন্যায্য দামে পায় সেই পদক্ষেপ নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।