আইএমএফ ঋণের শর্ত অনুযায়ী কখনই কাঙ্ক্ষিত রিজার্ভ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তাই রিজার্ভ ধরে রাখার লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার পরামর্শ দিলো আইএমএফ।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন সংস্থাটি এশিয়া প্যাসেফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।
শ্রীনিবাসন বলেন, রিজার্ভ বাড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিতে হবে।
তিনি বলেন, করোনার ধাক্কা সামলে ওঠার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবনতা ঠেকাতে রাজস্বনীতি ও মুদ্রানীতির সমন্বয় জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠকের চতুর্থ দিনে এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে আইএমএফ এমডি বৈশিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুদ্ধ বন্ধের তাগিদ দেন।