সেকশন

শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
 

স্বর্ণের দামে রেকর্ডের পর রেকর্ড

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৫:৪০ পিএম

আগের যে কোনো সময়ের চেয়ে স্বর্ণের দাম ঘন ঘন পরিবর্তন হচ্ছে। রেকর্ডের পর রেকর্ড হচ্ছে দামে। প্রতি ভরি স্বর্ণের দাম গিয়ে ঠেকেছে এক লাখ ২০ হাজার টাকায়। দোকানিরা বলছেন স্বর্ণের দাম নিয়ে যেন জুয়া খেলা হচ্ছে। আর ক্রেতারা বলছেন দাম নাগালের বাইরে চলে যাওয়ায় এখন স্বর্ণ কেনা কমিয়েছেন অনেকেই।

নাদিরা আহমেদ মেয়ের জন্য স্বর্ণ কিনতে এসেছেন একটি জুয়েলারি দোকানে। পরিকল্পনা ছিলো দুই থেকে আড়াই ভড়ি ওজনের গহনা কেনার। কিন্তু চড়া দামের ধাক্কায় কিনতে হলো দেড় ভরি ওজনের একটি চেইন।

বেশির ভাগ ক্রেতাই এখন বলছেন, ভ্যাট এবং মজুরি মিলিয়ে প্রতি ভরি স্বর্ণের গহনার দাম এক লাখ ২০ কি ৩০ হাজার টাকার ওপরে। এই দামে স্বর্ণের অলঙ্কার কেনা অনেকটা সাধ্যের বাইরে। 

দোকানিরা বলছেন, অস্থির বাজারটি নিয়ে যেন জুয়া খেলা হচ্ছে। তাই বাজারের তাল মিলাতে পারছেন না ক্রেতারাও।

জুয়েলার্স সমিতির বেঁধে দেওয়ায় প্রতি গ্রাম ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ১০ হাজার ২ শ ৫৭ টাকা। সেই হিসেবে ভরি ১ লাখ ১৯ হাজার ৬ শ টাকা। আরো আছে ৫ শতাংশ ভ্যাট এবং মজুরিসহ অন্যান্য খরচ। সমিতির নেতা বলছেন এই অবস্থার কারণ বৈশ্বিক অস্থিরতা। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ইউকে, দুবাই সম্মিলিত একটা কাঠামো দাঁড় করানো আছে তার ওপর ভিত্তি করে স্বর্ণের দাম ওঠে এবং নামে। পৃথিবীর সব দেশে স্বর্ণের একটা ভারসাম্য আছে, সেটা রক্ষা করার জন্য বাংলাদেশ স্বর্ণের দাম বাড়তে বা সমন্বয় করতে বাধ্য।  

জুয়েলারি সমিতির তথ্য বলছে, চলতি বছরের সাড়ে চার মাসে স্বর্ণের দাম কমেছে দুইবার আর বেড়েছে ছয়বার।

আরবিএস
গত মে মাসে দুই বার (২২ ও ১৮ মে) এবং চলতি জুন মাসে দুই বার (৬ ও ১৪ জুন) দাম বৃদ্ধির পর স্বর্ণের দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে এক হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
ঈদুল আজহার আগে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি স্বর্ণে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
গত ১২ জুন ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় ২৬০ জন নিহত হন। এই ঘটনায় বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জন এবং মাটিতে ১৯ জন মারা যান।
কুমিল্লায় একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে, একদল গরু চোরাকারবারিকে বাধা দিলে তার ইট-পাটকেল ছোড়ে। এতে বিএসএফ প্রথম সাউন্ড গ্রেনেড ও পরে...
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লালচাঁদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত