সেকশন

রোববার, ২২ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
 

দরপতনে মার্জিন ঋণের ফাঁদে আবার নিঃস্ব বিনিয়োগকারীরা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৩৬ পিএম

ফ্লোর প্রাইস তুলে নেয়ার পর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে পুঁজিবাজার কয়েকদিন স্থিতিশীল থাকলেও আবার ফিরেছে পতনের ধারায়। আর এতে মার্জিন ঋণের ফাঁদে পড়ে পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছে বিনিয়োগকারীরা।

সংশ্লিষ্টরা বলছে, এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য দ্রুত মার্জিন ঋণের আইন পরিবর্তন আনতে হবে। আর তা করা না হলে ভবিষ্যতে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।

প্রায় দেড় বছর ফ্লোর প্রাইসে আটকে থাকে পুঁজিবাজারের তালিকাভুক্ত সিংহভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। নিম্নমুখী বাজারে মার্জিন ঋণের ফাঁদ থেকে বিনিয়োগকারীদের রক্ষ করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছিলো বলে তখন নিয়ন্ত্রক সংস্থা থেকে বলা হয়।

এরপর গত জানুয়ারি মাস থেকে ধাপে ধাপে তুলে দেওয়া হয় ফ্লোর প্রাইস। এতে সাময়িকভাবে বাজারের সূচকের উত্থান ঘটে। কিন্তু শেষ রক্ষা হয়নি। আবার পতনে নিমজ্জিত হয়েছে পুঁজিবাজারের সূচক।

ফ্লোর প্রাইজ তুলে নেয়ার প্রথম দিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তার বাজার স্থিতিশীল থাকলেও এখন তা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পতন ঠেকাতে যে ফ্লোর প্রাইস বসানোয় আদৌ কি শেষ রক্ষা হয়েছে বিনিয়োগকারীদের? ফ্লোর প্রাইসের আটকে শেয়ার লেনদেন বন্ধ থাকলেও থেমে থাকেনি মার্জিন ঋণের সুদের হার। চক্রবৃদ্ধিহারে বেড়েছে সুদ।

বিশ্লেষকরা বলছেন, পড়তি বাজারে জেনে বুঝেই সাইডলাইনে আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। মার্জিন ঋণের ফাঁদে পড়ে বিনিয়োগকারীরা নিঃস্ব হলেও বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত কোনো বাজারে কোনো সাপোর্ট দেবেন না তারা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিনই বাড়ছে ফোর্স সেলের চাপ। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।

আর ২০১০ সালের ধসের অভিজ্ঞতা থাকার পরেও মার্জিন ঋণের আইন সংশোধন না হওয়াকেও দুঃখজনক বলে মনে করছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আহমেদ রশীদ লালি।

পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশ্লেষক ব্যারিস্টার এ এম মাসুম বলেন, বিদ্যমান আইন পরিবর্তন না করেও নিয়ন্ত্রক সংস্থা যে কোনো নিয়ম সংযোজন বিয়োজন করতে পারবেন।

বর্তমান বাজারে ১৬ শতাংশ হারে সুদে যারা মার্জিন ঋণ নিচ্ছেন তাদেরও সতর্ক থাকার কথা বলেন সংশ্লিষ্টরা। কারণ পতনমূখী বাজারে ১৬ শতাংশের বেশি আয় হবে কিনা, তা নিয়েও ভাবার পরামর্শ দিয়েছেন। 

আরবি
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
গেলো এক বছরে ৫০ হাজার একর জমিতে বেড়েছে তামাক চাষ। কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে দেশে ১ লাখ ৪২ হাজার একর জমিতে তামাক চাষ হয়।
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত