বাংলাদেশকে দেয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের তৃতীয় কিস্তির অর্থ পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বলেছেন, আগামী জুনেই মিলবে তৃতীয় কিস্তির অর্থ।
রোববার সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী। মাহমুদ আলী বলেন, বাংলাদেশ সমস্যা সমাধানে সঠিক পথে আছে বলে জানিয়েছে আইএমএফ।
বেশ কিছু লক্ষ্য পূরণের শর্ত দিয়ে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে আইএমএফ। ২০২৬ সাল পর্যন্ত সাত কিস্তিতে ছাড় করা হবে এই ঋণ।
গত বছরের ফেব্রুয়ারিতে প্রথম কিস্তিতে ৪৪ কোটি ৭৮ লাখ ডলার এবং ছাড় দ্বিতীয় কিস্তিতে ছাড় করা হয় ৬৮ কোটি ১০ লাখ ডলার।
আর এবার তৃতীয় কিস্তিতে ১১৫ কোটি মার্কিন ডলার পেতে বাংলাদেশের কোনো বাধা নেই বলে এর আগে জানিয়েছেন সংস্থাটির একজন কর্মকর্তা।
আসন্ন বাজেট নিয়েও এদিন অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেন। বলেন, আগামী বাজেটে মানুষের জীবনযাত্রার মান যাতে সীমার মধ্যে থাকে সেভাবেই উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাজেটে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে উল্লেখ করে মাহমুদ আলী আরো বলেন, বাজেটে মূল্যস্ফীতি, রিজার্ভ, রাজস্ব আয়সহ কিছু কিছু চ্যালেঞ্জ আছে। তবে ক্রলিং পেগ করার কারণে ডলারের মূল্য এখন আর চ্যালেঞ্জ না।