সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

পাঁচ বিলিয়ন ডলারের চীনা সহায়তা আসছে: প্রতিমন্ত্রী

আপডেট : ০২ জুন ২০২৪, ০৪:৩৩ পিএম

আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে রিজার্ভের যে ঘাটতি ছিল তা মেটাতে চীন থেকে পাঁচ বিলিয়ন ডলারের একটি বাণিজ্য সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেন, এর মাধ্যমে রপ্তানিকারকরা পণ্য আমদানির সুবিধা পাবেন। আমদানি-রপ্তানি সহজ করতে পর্যায়ক্রমে বিভিন্ন দেশে চেষ্টা করা হচ্ছে।

শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।  

গত রমজান থেকে ভোজ্য তেলের দাম সহনীয় পর্যায়ে আছে জানিয়ে তিনি বলেন, ডলারের দাম বাড়লেও কোরবানির ঈদ পর্যন্ত একই দামে সারাদেশে ভোজ্য তেল বিক্রি করা হবে। 

ঈদুল আযহায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে মন্তব্য করে তিনি বলেন, সবসময় আমরা এটা নিয়ন্ত্রণের চেষ্টা করি। নিত্যপণ্য বিদেশে যেন রপ্তানি করা যায় সে ব্যবস্থা করছি। এবছর আমরা হস্তশিল্পকে বর্ষপণ্য হিসাবে ঘোষণা করেছি।

তিনি বলেন, আমদানি-রপ্তানি গতি কিছুটা স্লথ। কিছু পণ্য আমরা আমদানি করাতে নিরুৎসাহিত করছি। ঈদে বাজার নিয়ন্ত্রণ রাখতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ যদি অতিরিক্ত দাম নেয়ার চেষ্টা করে সে ক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা নেবে। 

গোল আলুর দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কয়েক দিন আগে যাচাই করার সময় দেখলাম ৯৩টি দেশের মধ্যে বাংলাদেশে আলুর দাম সর্বনিম্ন। 

বাংলাদেশ অর্থনৈতিক চাপে থাকলেও সঙ্কটে নেই উল্লেখ করে টিটু বলেন, চাপ আর সঙ্কট এক নয়। একটা দেশে তিন মাসের রিজার্ভ থাকলেই চলে। সেখানে আমাদের দেশে সাড়ে চার মাসের রিজার্ভ রয়েছে। তবে চাপ কমাতে প্রবাসীদের বেশি রেমিট্যান্স পাঠানো, রপ্তানি আয় ও বিদেশি বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। 

টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম প্রমুখ।

উদ্বোধনের আগে প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় বিসিক উদ্যোক্তারা বিভিন্ন হস্তশিল্পসহ প্রায় অর্ধশত স্টলে তাদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন। এই মেলা চলবে ১০ জুন পর্যন্ত।

একাত্তর/এসি
মার্চে রেমিট্যান্সের (প্রবাসী আয়) পালে সুবাতাসের পর এপ্রিলের শুরুতে রিজার্ভেও ভালো খবর এলো। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রোববার (৬ এপ্রিল) পর্যন্ত দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬৩ বিলিয়ন...
দেশে এখনও চার মাস চলার মতো রিজার্ভ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর। তিনি বলেন, তাই ভয়ের কিছু নেই। তবে সতর্ক থাকতে হবে। 
বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নিট রিজার্ভ নেমেছে ১৫ বিলিয়ন ডলারে নিচে। তিন বছর আগেও এই রির্জাভ ছিলো ৪৮ বিলিয়ন ডলারের উপরে।
বিগত এক যুগের মধ্যে গত অর্থবছরে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি ছিলো বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত