আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে রিজার্ভের যে ঘাটতি ছিল তা মেটাতে চীন থেকে পাঁচ বিলিয়ন ডলারের একটি বাণিজ্য সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেন, এর মাধ্যমে রপ্তানিকারকরা পণ্য আমদানির সুবিধা পাবেন। আমদানি-রপ্তানি সহজ করতে পর্যায়ক্রমে বিভিন্ন দেশে চেষ্টা করা হচ্ছে।
শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
গত রমজান থেকে ভোজ্য তেলের দাম সহনীয় পর্যায়ে আছে জানিয়ে তিনি বলেন, ডলারের দাম বাড়লেও কোরবানির ঈদ পর্যন্ত একই দামে সারাদেশে ভোজ্য তেল বিক্রি করা হবে।
ঈদুল আযহায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে মন্তব্য করে তিনি বলেন, সবসময় আমরা এটা নিয়ন্ত্রণের চেষ্টা করি। নিত্যপণ্য বিদেশে যেন রপ্তানি করা যায় সে ব্যবস্থা করছি। এবছর আমরা হস্তশিল্পকে বর্ষপণ্য হিসাবে ঘোষণা করেছি।
তিনি বলেন, আমদানি-রপ্তানি গতি কিছুটা স্লথ। কিছু পণ্য আমরা আমদানি করাতে নিরুৎসাহিত করছি। ঈদে বাজার নিয়ন্ত্রণ রাখতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ যদি অতিরিক্ত দাম নেয়ার চেষ্টা করে সে ক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা নেবে।
গোল আলুর দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কয়েক দিন আগে যাচাই করার সময় দেখলাম ৯৩টি দেশের মধ্যে বাংলাদেশে আলুর দাম সর্বনিম্ন।
বাংলাদেশ অর্থনৈতিক চাপে থাকলেও সঙ্কটে নেই উল্লেখ করে টিটু বলেন, চাপ আর সঙ্কট এক নয়। একটা দেশে তিন মাসের রিজার্ভ থাকলেই চলে। সেখানে আমাদের দেশে সাড়ে চার মাসের রিজার্ভ রয়েছে। তবে চাপ কমাতে প্রবাসীদের বেশি রেমিট্যান্স পাঠানো, রপ্তানি আয় ও বিদেশি বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম প্রমুখ।
উদ্বোধনের আগে প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় বিসিক উদ্যোক্তারা বিভিন্ন হস্তশিল্পসহ প্রায় অর্ধশত স্টলে তাদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন। এই মেলা চলবে ১০ জুন পর্যন্ত।