সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

বাজেট ব্রিফকেসের রহস্য কী?

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৯:৪৪ পিএম

প্রতিবছরই বাজেট পেশ করার দিন সরকারের অর্থমন্ত্রী হাতে এক লাল ব্রিফকেস নিয়ে আসেন। যা প্রতিবছরই পুনরাবৃত্তি হতে দেখছি আমরা। 

কি কি থাকে এই ব্রিফকেসে? কোথা থেকে এলো এই লাল ব্রিফকেস রীতি? 

প্রতিবছর জুনের প্রথম সপ্তাহে ঘোষণা হয় দেশের পরবর্তী অর্থবছরের আয় ও ব্যয়ের হিসেব পরিকল্পনা। আর একমাত্র সেই দিনেই বাজেট পেশের সময় সরকারের অর্থমন্ত্রীর হাতে থাকে একটি লাল ব্রিফকেস। অর্থমন্ত্রী বদলালেও রয়ে যায় এই ব্রিফকেস রীতি। 

নানা দেশের অর্থমন্ত্রীরা বাজেট উপস্থাপনের দিন এই ব্রিফকেস রীতি পালন করেন। রঙ বদলালেও রয়ে যায় ব্রিফকেস। 

ব্রিফকেসের যাত্রাটা শুরু হয় উনিশ শতকে যুক্তরাজ্যে। ১৮৬০ সালে ব্রিটেনের বাজেটপ্রধান উইলিয়াম ই গ্ল্যাডস্টোন লাল একটি স্যুটকেসে করে বাজেট সংক্রান্ত নথিপত্র নিয়ে আসেন। পরবর্তিতে বহু সরকারের আমলেই এই ব্রিফকেস ব্যবহার হয়। 

বাজেট শব্দের সাথে এই ব্রিফকেস শব্দের একটি যোগসূত্র রয়েছে। বাজেট শব্দটি এসেছে পুরনো ফরাসি শব্দ ‘ব্যুজেট (বোগেট)’ থেকে। ব্যুজেটের অর্থ হলো, থলে বা ব্যাগ। আগের সময়ে থলেতে ভরে দেশের আয়-ব্যয়ের হিসাব আইনসভা বা সংসদে আনা হতো বলে একে ‘বাজেট’ নামে অভিহিত করা হয়।

বাংলাদেশের বাজেট প্রস্তাবে ব্রিফকেসের ব্যবহারের তথ্য পাওয়া যায় আকবর আলি খানের ‘বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি’ বইয়ে। বইটিতে উল্লেখ রয়েছে যে, শিল্পবিপ্লবের পর ইংল্যান্ডের অর্থনীতি অনেক বড় হয়ে যায়। বাজেটবিষয়ক প্রস্তাবগুলো শুধু একটা মানিব্যাগে সংকুলান করা সম্ভব হচ্ছিল না। ফলে জায়গা পায় ব্রিফকেস রীতি।

বইটিতে ব্রিফকেস ব্যবহারের আরেকটি কারণ বলা হয় বাজেটে নেয়া সিদ্ধান্তগুলোর গোপনীয়তা রক্ষা। তবে ব্যাতিক্রম কিছু করেছিলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২১ সালে। ব্রিফকেসের প্রথা ভেঙে লাল মোড়কে মোড়ানো ট্যাবলেট নিয়ে সংসদে বাজেট বক্তৃতা দেন তিনি।

আমাদের দেশের ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য এবার প্রথমবারের মত বাজেট উপস্থাপন করবেন আবুল হাসান মাহমুদ আলী। এবারও কি তিনি আগের অর্থমন্ত্রীদের মতই লাল ব্রিফকেস নিয়ে আসবেন নাকি ডিজিটাল বাংলাদেশের অর্জনের উদাহরণ হিসেবে নিয়ে আসবেন কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস?

 

এআর
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
তেমন কোনো পরিবর্তন ছাড়াই আগামী অর্থ-বছরের জন্য ঘোষিত সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।  
জাতীয় বাজেট পর্যালোচনা করতে গিয়ে সিপিডি আরো বলছে, মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, তা উচ্চাভিলাষীও।
বাজেট আসলে সাধারণ মানুষের একটাই প্রশ্ন কোন পণ্যের দাম বাড়ছে বা কমছে। সরকারের রাজস্ব পরিকল্পনায় বিভিন্ন পণ্য শুল্ক বা কর বাড়ানোর প্রভাবে এবারো বাড়ছে বেশ কিছু পণ্যের দাম। 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশ দিয়েছে।
বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশার এপিএস ও খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসের ২ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।
জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি বুধবার (১৬ জুলাই)।
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (১৫ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড....
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত