সেকশন

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 

পুঁজিবাজারের মূলধনী আয়ে কর প্রত্যাহারের দাবি

আপডেট : ১১ জুন ২০২৪, ০৭:৪১ পিএম

পুঁজিবাজারে মন্দা এবং আর্থিক সঙ্কটে থাকা বিনিয়োগকারীদের অবস্থা বিবেচনা করে মূলধনী আয়ে কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)।

সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ে কর হার শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক শূন্য দুই শতাংশ করারও দাবি জানিয়েছে সংগঠনটি।  

মঙ্গলবার প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম। বলেন, অর্থনীতি যতটা চাপে আছে তার চেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। 

গত ফেব্রুয়ারিতে ফ্লোর প্রাইস তুলে নেয়ার পর সামান্য বৃদ্ধির পেয়ে একটানা সূচক পড়ছে দেশের দুই পুঁজিবাজারে। গত চার মাসে প্রায় দেড় লাখ কোটি টাকার বাজার মূলধন হারিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এদিকে খাড়ার ওপর মরার ঘা হিসেবে এসেছে প্রস্তাবিত বাজেট। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের শেয়ার বিক্রি করে আয় অর্থাৎ মূলধনী মুনাফা ৫০ লাখ টাকার বেশি হলে করারোপের প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির করহার আড়াই শতাংশ কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। এতে তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান হ্রাস পেয়েছে।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, প্রায় চার বছর ধরে খরার মধ্যে আছে দেশের দেশের পুঁজিবাজার। উত্তরণের চেষ্টা করেও হচ্ছে না। একটা গণজাগরণের সৃষ্টি না হলে এই জায়গা থেকে উত্তরণ সম্ভব নয়।

তিনি বলেন, পুঁজিবাজারে দরপতনের কারণ হিসেবে শুধু করারোপই দায়ী নয়, দীর্ঘ মেয়াদে সুশাসনের অভাব রয়েছে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারসহ বিভিন্ন অংশীজন এর দায় এড়াতে পারেন না বলেও স্বীকার করেন ডিবিএ সভাপতি।

আরবি
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত পাঁচ মাসে ৪২ হাজার কোটি টাকা রাজস্ব কম আদায় হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই গ্রোথ বাড়াতে কর বাড়ানো হয়েছে। বর্ধিত করারোপে মানুষের ওপরে বড় ধরনের প্রভাব...
একদিকে বাজারের গতি বুঝতে সাইডলাইনে চলে এসেছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। অন্যদিকে ব্যক্তি শ্রেণির বড় বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা। সাথে আছে বরাবরের মতো আস্থা সঙ্কট। সব মিলিয়ে বড় বিনিয়োগ খরায় পড়েছে...
সাম্প্রতিক সময়ে হঠাৎ করে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। অল্প সময়ের ব্যবধানে ব্যাংকটির শেয়ারের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ারের এই ‘অস্বাভাবিক’ দাম বাড়ার কারণ খতিয়ে...
ইসরাইলের চালানো একাধিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার বিকাল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টা) জরুরি বৈঠকে বসবে বলে জানিয়েছে চলতি মাসে পরিষদে সভাপতিত্বকারী দেশ গায়ানা।
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
অবশেষে বরফ গললো অন্তর্বর্তী সরকার ও বিএনপির সম্পর্কে। উভয় পক্ষের কিছুটা ছাড়ে এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত