আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব অনুযায়ী দেশের অর্থনৈতিক অঞ্চলে কর অবকাশ এবং মূলধনি যন্ত্রাংশ, যন্ত্রপাতি ও নির্মাণ উপকরণে আমদানি শুল্ক অব্যাহতি সুবিধা বাতিল হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাদের ধারণা, এমন সিদ্ধান্ত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়ানোর পাশাপাশি কর্মসংস্থানও কমাবে।
মঙ্গলবার বিকেলে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন সংগঠনের নেতরা।
তারা বলেন, লজিস্টিক কষ্ট ২৫ শতাংশ কমাতে পারলে দেশের রপ্তানি আয় ২০ শতাংশ বাড়ানো সম্ভব।
এজন্য পণ্য উৎপাদন, বিপণন ও আমদানি-রপ্তানি পর্যবেক্ষণে আলাদা মন্ত্রণালয় গঠন ও লজিস্টিক নীতিমালা সংশোধনের দাবি জানান।
এসময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লজিস্টিক নীতিমালা গেম চেঞ্জার হতে পারে।