সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
 

সংকট কাটিয়ে উঠবে তৈরি পোশাক খাত, আশা সংশ্লিষ্টদের

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১২:৩৫ পিএম

সাম্প্রতিক সহিংসতায় ব্যাপক ক্ষতি হয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে। ঢাকায় দেশি বিদেশি বায়িং হাউজগুলোর শীর্ষ ব্যক্তিরা একাত্তরকে বলেছেন দমবন্ধ সেই দিনগুলোর কথা।

তাদের মতে, ব্যবসা ও ইমেজের বড় ক্ষতি হয়ে গেছে। তবে তা কাটিয়ে ওঠাও অসম্ভব নয়।

একাত্তরকে এমকেপি ডিজাইনার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিলিয়ন পার্ক জানান, কোরিয়া, জাপান এবং ইউরোপের ব্রান্ড ও রিটেইলারদের জন্য বাংলাদেশ থেকে গার্মেন্ট সোর্সিং করেন তিনি। কোটা আন্দোলনকে ঘিরে জটিলতা তৈরি হওয়া সময়ে তার ব্যবসার বেশ ক্ষতি হয়েছে যা পোষাতে আমদানিকারকদের সহায়তা চাইবেন তিনি।

তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা করছি। আমরা আমাদের ক্রেতাদের সাথেও তথ্য শেয়ার করবো, তাদের বলবো- আমাদের সাথেই থাকতে।

তবে বাংলাদেশ গার্মেন্টস হাউজ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কাইয়ুম রেজা চৌধুরী মনে করেন, বায়াররা এমনিতেই অজুহাত খোঁজে, এই সুযোগে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো উল্টো পোশাকের দাম কমিয়ে দিবে কি না তা নিয়ে সন্দিহান তিনি।

সাম্প্রতিক ঘটনায় রপ্তানিখাতে কতোটা ক্ষত তৈরি হলো তার হিসেব এখনই পুরোপুরি বলা যাবে না, তবে এর দীর্ঘমেয়াদি মাশুল গুণতে হবে মনে করেন সিমেক্স মার্চেন্ডাইজিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার শহীদ।

তবে বিদেশিরাও জানেন বাংলাদেশ যে কোন সংকট মোকাবিলা করতে জানে ভালো। বাইং খাতের বিশিষ্টজনদের আশা এবারও এই সক্ষমতা প্রমাণ হবে।

 

একাত্তর/আরএ
গেলো দশ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ৫০ দশমিক ৭৯ শতাংশ। 
ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। যশোরের বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার প্রথমদিন গেছে ১৮ টন ইলিশের চালান। 
বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানি গত আগস্ট মাসে ২৮ শতাংশ কমেছে। এ বছরের আগস্টে ভারত বাংলাদেশে ৬৮ কোটি ১০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। গত বছরের আগস্টে এ পরিমাণ ছিল ৯৪ কোটি ৩০ লাখ ডলার।
ভারতে ইলিশ রপ্তানি করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে সে দেশের আমদানিকারকদের একটি সমিতি। 
গত মে মাসে দুই বার (২২ ও ১৮ মে) এবং চলতি জুন মাসে দুই বার (৬ ও ১৪ জুন) দাম বৃদ্ধির পর স্বর্ণের দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে এক হাজার...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৯৪ জন। এ সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।
মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল ও ইরানের মধ্যে অব্যাহত গুলিবর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের। 
চাঁদপুরে সম্পত্তি নিয়ে বিরোধে এক মাদ্রাসা ছাত্রকে হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত