সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

করোনা শঙ্কা নিয়ে কারখানায় ফিরেছেন পোশাক শ্রমিকরা

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৯:৪৩ এএম

পুরোদমে কাজ শুরু হয়েছে গাজীপুরসহ শিল্পাঞ্চলের প্রায় সব পোশাক কারখানায়। আশপাশের শ্রমিকদের দিয়ে কাজ শুরুর নির্দেশ থাকলেও দূর দুরান্ত থেকেও কর্মীরা কাজে যোগ দিয়েছেন।

শ্রমিকরা জানান, গাদাগাদি করে কাজে আসতে গিয়ে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি। এমনকি কারখানায় প্রবেশ পথেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। 

সরকারি নির্দেশ ছিলো, কঠোর বিধিনিষেধের মধ্যে আশপাশের শ্রমিক কর্মচারিদের নিয়ে চালু থাকবে পোশাক কারখানা। কিন্তু দ্বিতীয় দিনের মতো অনেক দূরের পথ পেরিয়ে কর্মস্থলে ফেরা শত শত কর্মীরাও ফিরেছেন গাজীপুরের বিভিন্ন তৈরি পোশাক কারখানায়।

গাজীপুরের ভোগড়া, চান্দনা চৌরাস্তা, লক্ষ্মীপাড়া, বোর্ড বাজার, কোনাবাড়ি, টঙ্গী, মাওনাসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকের উপস্থিতি ছিলো ৯০ শতাংশের বেশি।

আরও পড়ুন: বর্ণাঢ্য সংবর্ধনায় অবসরে গেলেন পুলিশ কনস্টেবল

শ্রমিকরা জানান, চাকরি বাঁচাতে বাধ্য হয়ে পথের নানামুখী ভোগান্তি মাথায় নিয়েই তাদের ফিরে আসতে হয়েছে কর্মস্থলে। এজন্য করোনার ভয়কেও আমলে নেননি তারা।

সোমবারেও দেখা যায় তাড়াহুড়ো করে সবাই কাজে আসছেন। যারা গাদাগাদি করে আসছেন তাদের অনেকেরই মুখে মাস্ক ছিলো না। কর্মস্থলেও স্বাস্থ্যবিধি মানার বালাই ছিলো না। 

তবে, মালিকপক্ষ বলছে, শ্রমিকদের আসতে নির্দেশ বা খবর দেয়া হয়নি। খোলা রাখার বিষয়টি নানাভাবে জানতে পেরে নিজ ইচ্ছাতেই তারা আসছেন। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও নজরদারি রয়েছে কর্তৃপক্ষের। সর্বোচ্চ সুরক্ষা দেয়ার চেষ্টা করা হয়েছে। 

এদিকে গাজীপুর জেলায় বর্তমানে করোনা সংক্রমণে সংখ্যা ১৮ হাজার ৭৪৭ জন। এর মধ্যে শুধু আগষ্টের প্রথম দিনেই সংক্রমিত হয়েছেন ৪০৫ জন।  

একাত্তর/আরএইচ

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 
আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার খুব বড় নয়, তবে বাস্তবমুখী হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে এক লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।...
বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় ছিলো দাবি করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।
ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে গত দুইদিনে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার...
মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে মিশনে গিয়ে ৩৩ জন সদস্য নিখোঁজের খবরটি গুজব বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত