বাংলাদেশ সম্পর্কে আমেরিকার বিনিয়োগকারী এবং রাজনীতিকদের আগ্রহ বেড়েছে। প্রযুক্তি দুনিয়ার রাজধানী সিলিকল ভ্যালিতে 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট রোড শো' তে আসা ব্যবসায়ী এবং সান্তা ক্লারা শহরের মেয়রের কথায় সেটাই স্পষ্ট হয়েছে।
তবে তারা বলেছন যৌথ উদ্যোগ বা বিনিয়োগ আনতে হলে বাংলাদেশ সরকার এবং বেসরকারি খাতের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
আমেরিকার তিন বিনিয়োগকারী স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ এখন আমেরিকানদের নজরে আছে। তাদের যৌথ উদ্যোগ বা বিনিয়োগ আনতে বাংলাদেশ সরকার এবং বেসরকারি খাতের উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও জানান তারা।
প্রযুক্তি দুনিয়ার রাজধানী সিলিকল ভ্যালিতে 'বাংলাদেশ ইনভেষ্টমেন্ট রোড শো' তে এসেছিলে সান্তা ক্লারার মেয়র লিসা এম গিলমোর। তিনি নিজেই বললেন বাংলেদেশে আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং প্রযুক্তি খাতেও অগ্রসর হওয়ার কথা।
যুক্তরাষ্ট্রের চার বড় শহরে আয়োজিত চারটি রোড শোর শেষ পর্বের এই সভায় আরো অনেকেই বললেন, তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশে সম্ভাবনার কথা এবং এগুতে শুরু করার কথা।
নগদ, ওয়ালটন ও অ্যামচেমের সহায়তায় এই রোড শো’র আয়োজক বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন।
প্রতিষ্ঠানটির প্রধান বললেন, দেশে ভেঞ্চার ক্যাপিটাল, স্টার্ট আপস এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ নানা খাতে বিনিয়োগের সহায়ক ইকো সিস্টেম তৈরি হয়েছে।
প্রবাসী ও বিদেশ বিনিয়োগকারীদের এই সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সরকার পরিচালনায় অনেক ব্যবসায়ীকে যুক্ত করেছেন শেখ হাসিনা সরকার। কারণ, বেসরকারি খাতই অর্থনীতিকে এগিয়ে নিয়েছে। আরো এগুনোর জন্য আরো বিনিয়োগ চাইছে সরকার।