সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আগ্রহ বাড়ছে

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০৭:৪৫ এএম

বাংলাদেশ সম্পর্কে আমেরিকার বিনিয়োগকারী এবং রাজনীতিকদের আগ্রহ বেড়েছে। প্রযুক্তি দুনিয়ার রাজধানী সিলিকল ভ্যালিতে 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট রোড শো' তে আসা ব্যবসায়ী এবং সান্তা ক্লারা শহরের মেয়রের কথায় সেটাই স্পষ্ট হয়েছে। 

তবে তারা বলেছন যৌথ উদ্যোগ বা বিনিয়োগ আনতে হলে বাংলাদেশ সরকার এবং বেসরকারি খাতের কার্যকর উদ্যোগ প্রয়োজন। 

আমেরিকার তিন বিনিয়োগকারী স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ এখন আমেরিকানদের নজরে আছে। তাদের যৌথ উদ্যোগ বা বিনিয়োগ আনতে বাংলাদেশ সরকার এবং বেসরকারি খাতের উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও জানান তারা।

প্রযুক্তি দুনিয়ার রাজধানী সিলিকল ভ্যালিতে 'বাংলাদেশ ইনভেষ্টমেন্ট রোড শো' তে এসেছিলে সান্তা ক্লারার মেয়র লিসা এম গিলমোর। তিনি নিজেই বললেন বাংলেদেশে আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং প্রযুক্তি খাতেও অগ্রসর হওয়ার কথা।

যুক্তরাষ্ট্রের চার বড় শহরে আয়োজিত চারটি রোড শোর শেষ পর্বের এই সভায় আরো অনেকেই বললেন, তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশে সম্ভাবনার কথা এবং এগুতে শুরু করার কথা।

নগদ, ওয়ালটন ও অ্যামচেমের সহায়তায় এই রোড শো’র আয়োজক বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। 

প্রতিষ্ঠানটির প্রধান বললেন, দেশে ভেঞ্চার ক্যাপিটাল, স্টার্ট আপস এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ নানা খাতে বিনিয়োগের সহায়ক ইকো সিস্টেম তৈরি হয়েছে।

প্রবাসী ও বিদেশ বিনিয়োগকারীদের এই সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সরকার পরিচালনায় অনেক ব্যবসায়ীকে যুক্ত করেছেন শেখ হাসিনা সরকার। কারণ, বেসরকারি খাতই অর্থনীতিকে এগিয়ে নিয়েছে। আরো এগুনোর জন্য আরো বিনিয়োগ চাইছে সরকার।

একাত্তর/আরএইচ
বাংলাদেশে পর্যটন, নির্মাণ শিল্প, অবকাঠামো, জ্বালানি, স্বাস্থ্যসেবা, শিপিং, এয়ারলাইন্স এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বড় সম্ভাবনা দেখছেন তুরস্কের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
বিডার অনলাইন ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে আরও সাতটি নতুন পরিষেবা, যার লক্ষ্য বিনিয়োগকারীদের জন্য সেবার গতি, স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি করা।  
ট্রেড ইউনিয়ন করার অধিকারসহ বাংলাদেশের শ্রমিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেওয়া ১১ দফার বাস্তবায়ন হলে দেশটির বাজারে জিএসপি ফেরত পাওয়া সহজ হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ১১...
চীনভিত্তিক ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাসভবনে আগুন লাগে। ফায়ারসার্ভিসের কর্মীরা খবর পেয়ে আগুন নেভানোর সময় পায় বান্ডিল বান্ডিল টাকা। পুলিশও সেখানে ছিলো। এই খবর সামনে আসার পরই ভারতজুড়ে...
ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে গত দুইদিনে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার...
মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে মিশনে গিয়ে ৩৩ জন সদস্য নিখোঁজের খবরটি গুজব বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত