করোনাকালেও দেশে বিনিয়োগ পরিস্থিতি বেশ ভালো বলে দাবী করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি মনে করেন, সরকার করোনা সংক্রমণ প্রতিরোধ এবং মহামারীকালেও স্বাস্থ্য খাত ব্যবস্থাপনা দক্ষ ও সফলভাবে করছে।
সম্প্রতি যুক্ত্ররাষ্ট্রে বাংলাদেশ ইনভেস্টমেন্ট রোডশো চলাকালে একাত্তর এর সাথে বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
দেশে বিনিয়োগ পরিস্থিতি খুবই ভালো, কারণ বিনিয়োগ বাড়ানোর জন্য সরকার করোনা মহামারী শুরুর আগে থেকেই কাজ করছে, বলেন সরকারে এই উপদেষ্টা।
দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি সালমান এফ রহমান আরো জানান, যুক্তরাষ্ট্রে রোডশোগুলো সফল হয়েছে। আগামী দিলগুলোতে দেশে মার্কিন বিনিয়োগ বাড়বে বলে আমরা খুবই আশাবাদী।
মার্কিন বিনিয়োগকারীরা একসাথে শিল্প স্থাপনের জন্য জায়গা চাইলে সরকার তাও ব্যবস্থা করে দেবে জানিয়ে তিনি বলেন, ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগ টানতে সরকার খুবই আগ্রহী।
আরও পড়ুন: '১৮ নয়, টিকা পাবার সর্বনিন্ম বয়স ২৫'
উপদেষ্টার মতে, করোনা মহামারীকালে জীবন-জীবিকা বাঁচাতে সরকারী সব উদ্যোগই যথার্থ ও সময়োপযোগী হয়েছে। এক্ষত্রে সমালোচনা অবাস্তব বলে মনে করেন তিনি।
তিনি আশা ব্যক্ত করে বলেন, বেশিরভাগ জনগোষ্ঠী টিকার আওতায় এসে গেলেই সব অর্থনৈতিক কার্যক্রম আবার সচল হবে। সেজন্যই সরকার গ্রাম পর্যায়েও করোনা টিকাদান কার্যক্রম দ্রুত সম্প্রসারণ করছে। নিবন্ধন ছাড়াই শুধু মাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সবার টিকা পাওয়ার ব্যবস্থা করছে সরকার।
নগদ, ওয়ালটন এবং অ্যামচেমের সহায়তায় যুক্তরাষ্ট্রের চার বড় শহরে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত সবগুলো সভায়ই উপস্থিত ছিলেন সালমান এফ রহমান। এসময় রোড শো'গুলো সফল হয়েছে বলে দাবী করেন তিনি।
একাত্তর/আরএইচ